Thursday, August 28, 2025
HomeScrollভয়াবহ পরিস্থিতি, বন্যায় জলের তলায় পাকিস্তানের কর্তারপুর গুরুদ্বার

ভয়াবহ পরিস্থিতি, বন্যায় জলের তলায় পাকিস্তানের কর্তারপুর গুরুদ্বার

প্লাবিত রবি নদীর জল, পঞ্জাবের বাকি অংশের সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন

ওয়েবডেস্ক- ভয়াবহ বন্যা (Flood)। পাকিস্তানের (Pakistan) বিখ্যাত কর্তারপুর সাহিব গুরুদ্বারে (Gurudwara Kartarpur Sahib) বন্যার জল ঢুকেছে। প্রায় পুরো গুরুদ্বারটি জলের নীচে। রবি নদীর (Rabi River) জলে প্লাবিত পাকিস্তানের নারওয়াল জেলার ঐতিহাসিক শিখ উপাসনাস্থল। পঞ্জাবে ভারত-পাক আন্তর্জাতিক সীমানার খুব কাছে কর্তারপুর গুরুদ্বার শিখদের কাছে অতি পবিত্র। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। সেখানে দেখা গেছে এই ঐতিহাসিক গুরদ্বারটি চারদিক জলে ভাসছে। চারদিকে প্রায় ১০ ফুট গভীর জল জমেছে।

রবি নদী ভারত ও পাকিস্তান সীমান্তে ডেরা বাবা নানকে অবস্থিত এবং কর্তারপুর সাহেব গুরুদ্বার নদীর ওপারে অবস্থিত। ৪ কিলোমিটার দীর্ঘ কর্তারপুর সাহিব করিডোর গুরুদ্বার দরবার সাহিবকে সংযুক্ত করেছে। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানক মন্দির গুরু নানকের শেষ বিশ্রামস্থল বলে বিশ্বাস করা হয়।

গুরদ্বারের একজন কর্মচারী ইন্দ্রজিৎ সিং বলেন, রবির কিছু অংশ জুড়ে বন্যা গুরুদ্বারের ভেতরের গর্ভগৃহ পর্যন্ত পৌঁছে গেছে। জানা গেছে যে ভিতরে চার, পাঁচ বা এমনকি ছয় ফুট উঁচু জল জমে আছে। তিনি জানিয়েছেন, কিন্তু ঈশ্বরের কৃপায়, গুরু গ্রন্থ সাহেব প্রথম তলায় স্থাপিত এবং গুরুর সমস্ত পবিত্র বীর নিরাপদে এবং যত্নের অধীনে রয়েছে। স্বেচ্ছাসেবকদের অতিথিশালায় স্থানান্তরিত করা হয়েছে। এখন যাতায়াত বন্ধ। রাস্তার উপর দিয়েও জল বইছে, তাই নৌকা ছাড়া উপরের তলায় পৌঁছানোর আর কোন উপায় নেই। পরিস্থিতি অনুকূল হলেই ছাদে লঙ্গরের সরবরাহ মজুদ করা হচ্ছে।

আরও পড়ুন-  ট্রাম্পের চারবার ফোন, ধরতেই চাননি নরেন্দ্র মোদি!

ডেরা বাবা নানকের কাছে ভারতের দিকেও বন্যা পরিস্থিতি ভয়াবহ। ধুসি বাঁধ (মাটির বাঁধ) ভেঙে যাওয়ার ফলে রবি নদীর উপচে পড়া পানি আশেপাশের গ্রামগুলি প্লাবিত। তবে ডেরা বাবা নানক উঁচু জায়গায় অবস্থানের ফলে লোকালট জল ঢুকতে বাধা দিচ্ছে। তবে, পঞ্জাবের বাকি অংশের সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইতেও রবির জলরাশি উপচে পড়েছিল।  সেই সময় এই জল ডেরা বাবা নানকের জিরো লাইন প্লাবিত হয়ে যায়। ফলে করিডোরটি তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় গুরুদ্বারের ভিতরে জল প্রবেশ করেনি।

দেখুন ভিডিও-

 

 

 

 

 

 

 

 

 

 

 

Read More

Latest News