নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ভারত আজ শোকস্তব্ধ। আজ দেশ একজন অন্যতম এক নেতা মনমোহন সিং জিকে হারাল। বিনয়ী মনোভাবের মধ্যে দিয়ে তিনি একজন সম্মানিত অর্থনীতিবিদ ছিলেন। তিনি অর্থমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন, যা বছরের পর বছর ধরে আমাদের অর্থনৈতিক নীতিতে একটি শক্তিশালী ছাপ রেখে গেছে। সংসদে তার হস্তক্ষেপও ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন।‘
আরও পড়ুন-প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁকে খুব কাছ থেকে দেখেছি। তাঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত, এবং দেশে তাঁর দ্বারা যে আর্থিক সংস্কারের সূচনা হয়েছিল তার গভীরতা ব্যাপকভাবে স্বীকৃত। আমি দেশ তাঁর দক্ষতাকে আর আমি তাঁর স্নেহকে আজ হারিয়ে ফেললাম। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা মনমোহন সিং। বয়সের ভারে তাঁকে আর দলীয় কাজ কর্মে দেখা যেত না। আজ হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে অবস্থার অবনতি হয় তাঁর। দিল্লির এইমসে (Delhi AIIMS) ভর্তি করানো তাঁকে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরলোকে যাত্রা করলেন মনমোহন সিং। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
মনমোহন সিংয়ের প্রয়াণের খবর পেয়েই দিল্লির AIIMS-এ পৌঁছোন প্রিয়াঙ্কা গান্ধী, কর্নাটক থেকে দিল্লির উদ্দেশে রওনা হন রাহুল গান্ধী, মল্লিকার্জন খাড়গেরা। মনমোহন সিংয়ের মেয়ে এবং স্ত্রীও এইমস-এ রয়েছেন। অন্যদিকে, কর্ণাটকের বেলাগাভিতে চলমান CWC সভা মাঝপথে বাতিল করেছে কংগ্রেস। দিল্লিতে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেয়েই তিনিও AIIMS-এ রওনা হন।
দেশ তাঁর দক্ষতাকে চিরকাল স্মরণে রাখবে। একটা সময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হয়েছিলেন মনমোহন সিং। শুধু ভারতে নয়, গোটা বিশ্বের স্বনামধন্য অর্থনীতিবিদদের মধ্যে অগ্রগণ্য তিনি। তাঁর অর্থনৈতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে তাঁকে রাজনীতিতে আসার আমন্ত্রণ জানানো হয়। নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। মনমোহন সিং ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন।