ব্যারাকপুর: তৃণমূলের টিকিট পেলেন না অর্জুন সিং (Arjun Singh)। পার্থ ভৌমিককে (Partha Bhowmik) ব্যারাকপুরে প্রার্থী করেছে তৃণমূল (Trinamool candidate in Barrackpore)। টিকিট না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ অর্জুন সিং। অর্জুন সিংয়ের টিকিট যাতে না দেওয়া হয় তা নিয়ে বিধায়ক সোমনাথ শ্যাম প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। ইতিমধ্য়েই অর্জুন অনুগামীরা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। প্রশ্ন তবে কি আবার বিজেপিতে ফিরে যাবেন অর্জুন।
অর্জুন সিংয়ের গলায় আক্ষেপের সুরও শোনা গেল। তাঁর সাফ কথা, টিকিট পাবেন না জানলে, তিনি তৃণমূলে ফিরতেনই না। ২০১৯ সালের লোকসভা ভোট। তৃণমূল ব্যারাকপুরে অর্জুন সিংকে প্রার্থী না করে তৃণমূল দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরের প্রার্থী করে। এদিকে অর্জুনও ভোটে লড়তে বিজেপিতে চলে যান। বিজেপি ছেড়ে বছর দেড়েক আগেই তৃণমূলে ফেরেন অর্জুন। তবে এবারও টিকিটের আশায় বুক বেঁধে ছিলেন। কিন্ত এবারও ২০১৯-এর পুনরাবৃত্তি। টিকিট দেওয়া হল না অর্জুন সিংকে। টিকিট পেলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
আরও পড়ুন : বেলেঘাটায় চাউল পট্টিতে ভয়াবহ আগুন
অর্জুন বলেন, আমি বলেছিলাম ব্যারাকপুরেই লড়ব। ব্যারাকপুরের বাইরে লড়ব না। টালবাহানা করে টিকিট দেওয়া হল না। দল আগে বলে দিত আমাকে দেবে না। পার্থ ভৌমিক জানান, আমি আগে থেকে কিছু জানতাম না। দল যেভাবে বলবে সেই অনুসারে পদক্ষেপ নেব।
অন্য খবর দেখুন