বসিরহাট: সুন্দরবনে (Sundarban) কাঁকড়া এবং মাছ ধরাকে নিয়ে কংগ্রেস (Congress) ও তৃণমূলের (TMC) তীব্র সংঘর্ষ। উভয়পক্ষের জখম ১০ জন। বর্তমানে তাঁরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার হাসনাবাদ ব্লকের চকপাটলি গ্রাম পঞ্চায়েতের টেংরা গ্রামে। তবে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ।
জানা গিয়েছে, এলাকার একটি জলাশয়ের দেড় বিঘা জমির উপর কাঁকড়া চাষ করেছিল কংগ্রেস কর্মী সাহেব গাজি। তৃণমূলের একটা গোষ্ঠী জোরপূর্বক ওই জলাশয়ে কাঁকড়া ধরবে বলে যায়। এই নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় দুই পক্ষের মধ্যে। তারপর হাতাহাতি থেকে মারধর পর্যন্ত গড়ায় ঘটনা। একে অপরের ওপর বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে শুরু করে মারধর। এই ঘটনায় জখম হয়েছে মোট ১০ জন। তাঁদের মধ্যে তৃণমূল কর্মী সাত এবং কংগ্রেসের তিন জন।
আরও পড়ুন: বৃদ্ধাকে পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল নেতা
পরে জানা যায়, আহত সাত জনকে প্রথমে ১৩ নম্বর স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও বাকি তিন জন কংগ্রেস কর্মীকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ রয়েছে।
অভিযোগ, টেংরা গ্রামে এই বার পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী সালাউদ্দিন মিস্ত্রি জয়ী হয়েছে। তারপর থেকে গন্ডগোল লেগেই রয়েছে। এই অভিযোগ উড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, এটা প্রতিবেশীদের মধ্যে গন্ডগোল, এর সঙ্গে কোনও রাজনৈতিক ব্যাপার নেই।
অন্য খবর দেখুন: