skip to content

skip to content
HomeT20 World Cupভারতীয় অভ্যর্থনায় অভিভূত পাকিস্তানি পেসার

ভারতীয় অভ্যর্থনায় অভিভূত পাকিস্তানি পেসার

Follow Us :

হায়দরাবাদ: ভারতের (India) মাটিতে পা দিয়েছে পাকিস্তান (Pakistan) ক্রিকেট দল। বুধবার রাতে কড়া নিরাপত্তার ঘেরাটোপে হায়দরাবাদ (Hyderabad) শহরে এসেছেন বাবর আজমরা (Babar Azam)। এই শহরেই ৬ অগাস্ট নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ (Cricket World Cup 2023) অভিযান শুরু করবেন তাঁরা। বুধবার এয়ারপোর্ট এবং টিম হোটেলে সাদর অভ্যর্থনা জানানো হয় পাক দলকে। তাতে অভিভূত তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি (Shahin Shah Afridi)। সোশ্যাল মিডিয়ায় সে কথা জানাতে ভোলেননি তিনি।

ইনস্টাগ্রাম হ্যান্ডলে আফ্রিদি লেখেন, “হায়দরাবাদ, ভারত। এখনও পর্যন্ত দারুণ অভ্যর্থনা।” সঙ্গে একটা হাততালির ইমোজিও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ভারতে আসার ভিসা পেতে দেরি হচ্ছিল পাক দলের। এ নিয়ে খানিক জলঘোলা হয়। পরে আইসিসি (ICC) পিসিবিকে (PCB) আশ্বস্ত করে জানায়, ভিসার ব্যবস্থা হয়ে গিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ীই এদেশে আগমন হয়েছে বাবরদের।

আরও পড়ুন: এশিয়ান গেমসে ফের সোনা, এবার লক্ষ্যভেদ ছেলেদের

 

পাকিস্তান থেকে বিমান ধরার আগে সাংবাদিক সম্মেলনে পাক অধিনায়ক বলেছিলেন, তাঁরা চেষ্টা করবেন যাতে স্নায়ুর চাপে ক্ষতিগ্রস্ত না হন। শুধুমাত্র সেমিফাইনালে ওঠা নয়, ট্রফি জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী শোনায় তাঁকে। বাবর বলেন, “বিশ্বকাপ খেলতে যেতে পেরে আমরা সবাই গর্বিত। যদিও আমরা এর আগে ভারতে খেলিনি তবু বেশি চাপ নেব না। আমরা রিসার্চ করেছি, শুনেছি এশিয়ার অন্যান্য জায়গার মতোই এখানকার পরিবেশ। অধিনায়ক হিসেবে যেতে পারা আমার জন্য সম্মানের। আশা করব এবার একটা ট্রফি নিয়ে ফিরতে পারব।”

বাবর আরও বলেন, “সেরা চারে থাকা ছোট লক্ষ্য। আমরা বিজয়ী হতে চাইছি। অনেকদিন ধরে টানা খেলে চলেছি। সেই কারণে বিশ্বকাপের আগে একটা ক্যাম্প করা সময়-সুযোগ হয়নি। খেলোয়াড়দের একটু বিশ্রাম দিতে চেয়েছিলাম যাতে তার তরতাজা হয়ে এবং জেতার খিদে নিয়ে ফিরতে পারে। খিদে থাকলে তবেই ভালো খেলা যায়।”

 

RELATED ARTICLES

Most Popular