Placeholder canvas

Placeholder canvas
HomeScrollচাপরায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

চাপরায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

Follow Us :

চাপরা: বিএসএফের (BSF) গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার ভোররাতে চাপরা থানার মোহ খোলা ভারত বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh border) এলাকায়। ওই ব্যক্তির নাম ওহিউল হক। তার বাড়ি বাংলাদেশের চুয়াডাঙায়। নিহত ওই বাংলাদেশির দেহ শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

সীমান্তবর্তী গ্রামে বিএসএফ দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে বলে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে প্রায়ই বিএসএফের গুলিতে অনেক নিরীহ নাগরিকেরও মৃত্যু হয়েছে অতীতে। তা নিয়ে শাসক তৃণমূল বিএসএফের বিরুদ্ধে বহুবার আন্দোলন করেছে। উদয়ন গুহের মতো শাসকদলের মন্ত্রীরা তেড়েফুঁড়ে ওঠেন প্রায়ই।

আরও পড়ুন: মাছ-কাঁকড়া চাষ নিয়ে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, ঘটনাস্থলে পুলিশ

সীমান্তে গরুপাচার, অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিবাদ বহুদিনের। সীমান্তে গরু পাচার মামলায় একাধিক তৃণমূল নেতার দিকে অভিযোগ উঠেছে। সিবিআই এর জেরার মুখে পড়তে গয়েছে একাধিক নেতাকেও। সম্প্রতি এই মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল।

দিন তিনেক আগেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বাংলাদেশ সীমান্তে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা চাষের খেতে কাজ করতে গিয়ে দেহটি দেখতে পান। তাঁরা পুলিশ এবং বিএসএফকে খবর দেন। তরুণীর হাত-পা বাঁধা ছিল। মুখ ছিল পোড়া। দেহের পাশ থেকে দুটি ব্যাগ মেলে। তাতে চশমার খাপে যশোর লেখা রয়েছে। তা দেখে পুলিশ এবং বিএসএফ মনে করছে, তরুণী সম্ভবত বাংলাদেশের বাসিন্দা ছিলেন। বিএসএফ বাংলাদেশের সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ করছে। সেই চশমার খাপের সূত্রে তদন্ত চালাচ্ছে পুলিশ।

অন্য আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular