ওয়েব ডেস্ক: চাকরি, প্রেম না অর্থভাগ্য—কোন দিকে ইঙ্গিত দিচ্ছে গ্রহ-নক্ষত্র? দেখে নিন আজ ১ জুলাই ২০২৫-এর রাশিফল (Rashifal), রইল আপনার রাশির বিশদ ভবিষ্যদ্বাণী।
মেষ: আজ কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। সতর্ক থাকুন সহকর্মীদের আচরণে। অর্থভাগ্য মাঝামাঝি, তবে প্রেমে ভালো সময়
বৃষ: পরিবারের কারোর সঙ্গে মতানৈক্য হতে পারে, ঠান্ডা মাথায় মীমাংসা করুন। চাকরির জন্য ভালো সুযোগ আসতে পারে।
মিথুন: আজ মন কিছুটা অস্থির থাকবে। অর্থনৈতিক দিক একটু টানাটানি হলেও, সন্ধ্যার পর পরিস্থিতি উন্নত হবে। বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।
কর্কট: সারাদিন ব্যস্ততা থাকবে। যাত্রাযোগ শুভ। নতুন প্রজেক্টে সাফল্য আসবে। প্রেমে অপ্রত্যাশিত বার্তা পেতে পারেন।
আরও পড়ুন: মহাদেবের বারবেলায় কেমন যাবে আপনার দিন?
সিংহ: নিজের অভিমত জোর করে চাপিয়ে না দিয়ে অন্যের মতামতও শুনুন। অফিসে প্রশংসা পাওয়ার যোগ। খরচ নিয়ন্ত্রণে রাখুন।
কন্যা: আজ আপনার পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলবে না, মানিয়ে নিতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমে বন্ধন আরও দৃঢ় হবে।
তুলা: আজ নতুন কোনও চুক্তিতে সই করার আগে সবদিক দেখে নিন। প্রেমিক বা সঙ্গীর সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে।
বৃশ্চিক: আত্মবিশ্বাসে ভরপুর থাকুন, কঠিন কাজেও সাফল্য আসবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা। বন্ধুদের সঙ্গে মতভেদ হতে পারে।
ধনু: আজ কোনও পুরনো চিন্তা মনে ঘুরপাক খেতে পারে। শরীরচর্চায় মন দিন। চাকরিতে উন্নতির ইঙ্গিত মিলবে।
মকর: পারিবারিক সমস্যা সমাধানের পথে। প্রেমে কিছুটা অশান্তি হলেও শেষপর্যন্ত সব ঠিক হয়ে যাবে। শুভ রং – নীল।
কুম্ভ: আজ দায়িত্বশীলতা বাড়বে। বন্ধুরা সাহায্য করতে এগিয়ে আসবে। দুপুরের পর আর্থিক পরিস্থিতির উন্নতি।
মীন: আজ মনটা একটু উদাস হতে পারে। কোনও শিল্পকর্মে বা সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। স্বাস্থ্যে সামান্য সমস্যা হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দেখুন আরও খবর: