কলকাতাঃ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এই পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথ যদি জুড়ে যায় হাওড়া ময়দানের সাথে, তাহলে তা সোজা পৌঁছে যাবে সেক্টর ফাইভে। কিন্তু এই অংশের কাজ বহুদিন ধরেই বন্ধ। বারবার বউবাজারে বিপর্যয়ের কারণে মেট্রোর কাজ থমকে যায়। তবে মেট্রো সূত্রে জানানও হয়েছে, অবশেষে কাজ প্রায় শেষের মুখে এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যেকার সুড়ঙ্গের কাজ। বাকি শুধু লাইন পাতার কাজ।
আরও পড়ুনঃ ব্যালট পেপারে ভোটের আর্জি নাকচ সুপ্রিম কোর্টের
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানও হয়, জটিলতার কারণে বহুদিন ধরেই বন্ধ ছিল ওই লাইনের মেট্রো পরিষেবা। কিন্তু আগামী বছরের শুরুর দিকেই চালু হয়ে যেতে পারে ওই রুটের মেট্রো পরিষেবা বলে আসা দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।
মঙ্গলবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি, কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল মেট্রোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন। কাজের অগ্রগতি দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, আগামী বছর,অর্থাৎ ২০২৫ সালের প্রথম দিকেই গ্রিন লাইনের এই অংশের কাজ শেষ করে পরিষেবা চালু করা সম্ভব হবে।
দেখুন অন্য খবর