Sunday, August 3, 2025
HomeScrollগুগলে কোন ভারতীয় সবচেয়ে বেশি সার্চ হয়েছে এবছর? জেনে নিন

গুগলে কোন ভারতীয় সবচেয়ে বেশি সার্চ হয়েছে এবছর? জেনে নিন

কিয়ারা আডবানি সবাইকে ছাপিয়ে গেলেন

Follow Us :

নয়াদিল্লি: আমরা ২০২৩-কে বিদায় জানাচ্ছি। কিন্তু কী ঘটল বিদায়ী বছরে? এবার এই বছরের জন্য গুগলে (Google) সবচেয়ে বেশি সার্চ (Search) করা ভারতীয়দের (Indian) দেখে নেওয়ার সময় এসেছে৷ এবং না, এটি ওরহান আওয়াত্রামানি বা অরি নন। অরি সোশ্যাল মিডিয়া (Social Media) প্রভাবশালীর হাই-প্রোফাইল সেলিব্রিটিদের সঙ্গে ভিডিও এবং ফটো ভাইরাল হয়। রাতারাতি সংবেদনশীল হয়ে ওঠেন। আবার আশ্চর্যের বিষয় হল জনপ্রিয় ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিও সেরা দশে নেই।

তালিকার শীর্ষে আর কেউ নন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। সহ বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার আডবানির বিয়ে তার জনপ্রিয়তাকে এক নম্বর স্থানে পৌঁছে দেয়। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের ক্রিকেট সেনসেশন শুভমান গিল। যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটানসের হয়ে খেলতে চলেছেন এবং ভারতীয় টিমে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ভক্তদের হৃদয় কেড়েছেন।

আরও পড়ুন: জেলায় বিজেপির কোনও পার্টি অফিস থাকবে না!

আশ্চর্যজনক তৃতীয় স্থানে রয়েছেন রচিন রবীন্দ্র। একজন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ড ক্রিকেটার। যার নাম কিংবদন্তি ভারতীয় ক্রিকেট ব্যক্তিত্ব রাহুল দ্রাবিড় এবং শচীন টেন্ডুলকারের নামের সঙ্গে যুক্ত। চতুর্থ স্থান অর্জন করেছেন মহম্মদ শামি। এই তারকা ভারতীয় ফাস্ট বোলার ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপজুড়ে তাঁর ব্যতিক্রমী পারফরম্যান্সের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন।

শীর্ষ পাঁচে রয়েছেন এলভিশ যাদব, একজন জনপ্রিয় ইউটিউবার এবং বিগ বস ওটিটি (OTT)-এর দ্বিতীয় সিজনের বিজয়ী৷ সেরা দশে রয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল, ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম, ভারতীয় মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপের নায়ক ট্র্যাভিস হেড।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39