এশিয়ান গেমসে দাপট ভারতের। ইতিমধ্যেই পাঁচটি পদক দখল করে নিয়েছে টিম ইন্ডিয়া। যার মধ্যে তিনটি রুপো এবং দুটি ব্রোঞ্জ। প্রত্যেকের নজর ছিল মেহুলি ঘোষের দিকে। হতাশ করেননি মেহুলি। দলগত ইভেন্টে রুপো জিতলেন মেহুলি ঘোষ-রমিতা জিন্দল এবং আশি চৌকশে। দলগত ইভেন্টে রুপো জেতার পর ব্যক্তিগত ইভেন্টেও পদক জেতেন রমিতা জিন্দল। অল্পের জন্য পদক হাতছাড়া মেহুলি ঘোষের। ব্যক্তিগত ইভেন্টে তিনি শেষ করেন চতুর্থ স্থানে।
১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট ১৮৯৬.৬। দ্বিতীয় স্থানে শেষ করা ভারতীয় দলের পয়েন্ট ১৮৮৬। ব্রোঞ্জ পেয়েছে মঙ্গোলিয়া। তাদের পয়েন্ট ১৮৮০। এশিয়ান গেমসে পদক জয়ের জন্য মেহুল-সহ ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শ্যুটিং ছাড়া রোয়িং বিভাগ থেকেও এসেছে পদক। এশিয়ান গেমসের আসর থেকে দেশকে প্রথম পদক এনে দেন রোয়ারেরা। পুরুষদের লাইট ওয়েট ডাবলস স্কালসে রুপো জিতলেন অর্জুন জাঠ লাল এবং অরবিন্দ সিংহ জুটি। পরে রোয়িং থেকে এল একটি ব্রোঞ্জও। পুরুষদের পেয়ার ইভেন্টে রোয়িংয়ের দ্বিতীয় পদক জিতলেন বাবু লাল যাদব এবং লেখা রাম। রোয়িংয়ের পুরুষদের আট জনের দলীয় ইভেন্টেও রুপো জিতেছে ভারত।
ভারতীয় মহিলা ক্রিকেট দলও পদক নিশ্চিত করে ফেলে এদিন। বাংলাদেশকে হারিয়ে পদক নিশ্চিত করে ফেলেন হরমনপ্রীত কৌরেরা। সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে সোনার লড়াইয়ে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
অন্যদিকে, হকিতে উজবেকিস্তানকে ১৬ গোলের মালা পরাল ভারত। ভারতীয় অ্যাটাকের সামনে ভস্মীভূত উজবেকিস্তান ডিফেন্স।