Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাMessi: গত চারটে বিশ্বকাপে মেসির স্বপ্নভঙ্গ করা দেশগুলি

Messi: গত চারটে বিশ্বকাপে মেসির স্বপ্নভঙ্গ করা দেশগুলি

Follow Us :

২০০৬ থেকে ২০১৮। কাতার বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার লিওনেল মেসি চারটে বিশ্বকাপের মূলপর্বে খেলেছেন। কিন্তু একবার ফাইনালে খেললেও মেসি কখনও বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারেননি।  এর আগে বারবার চারবার নক আউটে আটকে গিয়েছেন মেসিরা।

আসুন দেখে নেওয়া যাক আগের চারটে বিশ্বকাপে মেসিকে যারা খালি হাতে ফিরিয়েছেন— 

২০০৬ জার্মানি বিশ্বকাপ

কোয়ার্টার ফাইনাল 
জার্মানির বিরুদ্ধে ২-৪ গোলে হার (টাইব্রেকারে)

গ্রুপে তিনটে-র মধ্যে দুটোতে জয়, একটা ড্র করে প্রি কোয়ার্টার ফাইনাল উঠেছিল আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। এক গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা ক্রেসপোর গোলে সমতায় ফেরার পর ৯৮ মিনিটে ম্যাক্সি রডরিগজের গোল জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে রবার্তো আয়লার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা, এরপর ক্লোজের গোলে ম্যাচ ১-১ হয়ে যায়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকারে আয়লা আর ক্যাম্বিয়াসো মিস করায় হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। মাত্র ১৮ বছর বয়েসে আর্জেন্টিনার ইতিহাসে সর্বকনিষ্ঠ হয়ে ২০০৬ বিশ্বকাপে নেমেছিলেন মেসি। সার্বিয়ার বিরুদ্ধে লিগে ম্যাচের ম্যাচের ৭৪ মিনিটে পরবির্ত হিসেবে নেমে গোলও করেন মেসি।  

আরও পড়ুন-Messi: বিশ্বকাপের গ্রুপ পর্বে মেসির বিরুদ্ধে যে গোলকিপাররা

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ

কোয়ার্টার ফাইনাল 
জার্মানি ০-৪

মেসি-মারাদোনার যুগলবন্দির বিশ্বকাপ। আর্জেন্টিনার কোচ হয়ে সেই বিশ্বকাপে দেশকে কাপ জেতাতে নেমেছেন 
মারাদানো। ২২-এর তরতাজা মেসি তখন ফর্মের তুঙ্গে। বিশ্বকাপ জেতার ফেভারিট হিসেবে নেমে গ্রুপে অপেক্ষাকৃত 
সহজ প্রতিপক্ষদের বিরুদ্ধে অনায়াসে জয় তুলে নিয়ে নক আউটে ওঠে আর্জেন্টিনা। এরপর প্রি কোয়ার্টার ফাইনালে 
মেক্সিকোকে ৩-১ গোলে হারান মেসিরা। অনেক আশায় বুক বেঁধে এরপর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নামে 
জার্মানির বিরুদ্ধে। কিন্তু কেপ টাউনে কোয়ার্টার ফাইনালে ০-৪ গোলে লজ্জার হারতে হয়। মিরোস্লাভ ক্লোজে দুটি, 
মুলার ও ফ্রেডরিচ একটি করে গোল করেন। স্বপ্নভঙ্গ হয় মেসি-মারাদোনার। 

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ

 ফাইনাল 
জার্মানির বিরুদ্ধে ০-১ গোলে হার

গ্রুপে তিনটে খেলে তিনটেই জিতে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। লিগে তিনটে গোল করেছিলেন লিও। এরপর প্রি কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। তারপর শেষ আটের ম্যাচে মেসিরা ১-০ গোলে হারান বেলজিয়ামকে। সেমিফাইনালে নির্ধারিত সময়ে ০-০ থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে নেদারল্যান্ডসকে হারায় আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপ ট্রফি থেকে আর মাত্র একটা ধাপ দূরে থাকেন মেসি। কিন্তু রিও ডে জেনিরোর মারকানা স্টেডিয়ামে ফাইনালে জার্মানির কাছে ০-১ গোলে হেরে স্বপ্ন অধরা থেকে যায় মেসির। 

২০১৮ রাশিয়া বিশ্বকাপ

প্রি কোয়ার্টার ফাইনাল
ফ্রান্সের বিরুদ্ধে ৩-৪ গোলে হার

গ্রুপে তিনটে খেলে তিনটেই জিতে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। লিগে তিনটে গোল করেছিলেন লিও। এরপর প্রি কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। তারপর শেষ আটের ম্যাচে মেসিরা ১-০ গোলে হারান বেলজিয়ামকে। সেমিফাইনালে নির্ধারিত সময়ে ০-০ থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে নেদারল্যান্ডসকে হারায় আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপ ট্রফি থেকে আর মাত্র একটা ধাপ দূরে থাকেন মেসি। কিন্তু রিও ডে জেনিরোর মারকানা স্টেডিয়ামে ফাইনালে জার্মানির কাছে ০-১ গোলে হেরে স্বপ্ন অধরা থেকে যায় মেসির। 

RELATED ARTICLES

Most Popular