Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাIndia vs New Zealand: ভারতের সামনে লক্ষ্যমাত্রা ১৭৭

India vs New Zealand: ভারতের সামনে লক্ষ্যমাত্রা ১৭৭

Follow Us :

রাঁচি: ভারতের (India) বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ১৭৭ রানের লক্ষ্যমাত্রা রাখল নিউজিল্যান্ড (New Zealand)। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে নিউজিল্যান্ড (New Zealand)। ৪৩ রানের ওপেনিং পার্টনারশিপ হয় ফিন অ্যালেন (Finn Allen) এবং ডেভন কনওয়ের (Devon Conway) মধ্যে। ডেভন কনওয়ে করেন ৫২ রান এবং ফিন অ্যালেন করেন ৩৫ রান। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেল করেন ঝোড়ো ৫৯ রান। মারেন তিনটি চার এবং পাঁচটি ছয়। এদিন ব্যাট হাতে ব্যর্থ গ্লেন ফিলিপ্স, ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনার।

ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর নেন ২ উইকেট। এছাড়া আরশদীপ সিং, কুলদীপ যাদব এবং শিভম মাভি নেন ১টি করে উইকেট।ওয়ান ডে সিরিজে জয়ের পর টি২০ সিরিজ জিততেও মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে, ওয়ান ডে সিরিজ হেরে টি২০ সিরিজে সম্মান পুনরুদ্ধার করতে মরিয়া কিউইরা।

উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

RELATED ARTICLES

Most Popular