Friday, October 10, 2025
HomeIPL 2025RR বনাম RCB ম্যাচে হতে পারে পাঁচ মাইলস্টোন

RR বনাম RCB ম্যাচে হতে পারে পাঁচ মাইলস্টোন

ওয়েব ডেস্ক: সুপার সানডে-তে আইপিএলের (IPL 2025) দুটি ম্যাচ। দুপুর ৩.৩০-এ রয়েছে রাজস্থান রয়্যালস (RR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং সন্ধে ৭.৩০টায় দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। ফর্মের বিচারে প্রথম ম্যাচ হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি জিতলে প্রথম চারে ঢুকে পড়বে এবং কলকাতা নাইট রাইডার্সকে পাঁচে নামিয়ে দেবে। এ ম্যাচে বেশ কিছু মাইলস্টোন ছোঁয়ার সুযোগ রয়েছে কোহলি এবং অন্যান্যদের। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো কী কী।

বিরাট কোহলি: এই মরসুমে ১৪৫.৩১ স্ট্রাইক রেট এবং ৪৬.৫০ গড়ে ১৮৬ রান করেছেন কোহলি। এর মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। আর একটি হাফ-সেঞ্চুরি করতে পারলেই টি২০ কেরিয়ারের শততম অর্ধশতরান হয়ে যাবে তাঁর। সেই মাইলস্টোন আজই হয়ে যেতে পারে।

আরও পড়ুন: সিটির দুরন্ত জয়, হতাশাজনক ড্র আর্সেনালের

রজত পতিদার: অধিনায়কত্বের চাপ সামলে ভালোই ব্যাটিং করছেন পতিদার। তিনিও এ মরসুমে দুটি ফিফটি করে ফেলেছেন। আজ ১৫ রান করলেই আইপিএলে ১০০০ রানের মাইলস্টোন পূর্ণ করবেন তিনি।

 

ধ্রুব জুরেল: সানরাইজার্স হায়দরাবাদের ৩৫ বলে ৭০ রানের ইনিংস দিয়ে এই আইপিএল শুরু করেছিলেন রাজস্থান রয়্যালসের উইকেটকিপার-ব্যাটার। আজ আর ২৯ রান করতে পারলেই আইপিএলে ৫০০ রান পূর্ণ করবেন জুরেল।

দেবদত্ত পাড়িক্কাল: এ বছর খুব ভালো ফর্মে নেই পাড়িক্কাল। তবে চেন্নাই এবং মুম্বইয়ের বিরুদ্ধে দুটি ছোট কিন্তু দামি ইনিংস খেলেছেন। রাজস্থানের বিরুদ্ধে আজ ৩৭ করতে পারলে আরসিবি-র হয়ে ১০০০ রান হয়ে যাবে তাঁর।

তুষার দেশপাণ্ডে: ডানহাতি পেসারের আইপিএলে শিকার ৪৭ উইকেট। এদিন আরসিবি-র দলের তিন উইকেট তুলে নিলেই ‘হাফ-সেঞ্চুরি’ কর ফেলবেন।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News