মিউনিখ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL) প্রথম সেমিফাইনালে আজ বায়ার্ন মিউনিখ (Bayern Munich) বনাম রিয়াল মাদ্রিদ (Real Madrid)। আজ বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনায় (Allianz Arena) খেলা, পরের সপ্তাহে দ্বিতীয় লেগ হবে সান্তিয়াগো বার্নাবেউতে (Santiago Bernabeu)। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। বায়ার্ন জিতেছে ছ’ বার। আজকের ম্যাচে কাউকেই এগিয়ে রাখা যাচ্ছে না, জিততে পারে যে কোনও দল।
আরও পড়ুন: দিল্লি পরাস্ত, প্লে অফের আরও কাছে কলকাতা
এ বছর সেমিফাইনালে ইংল্যান্ডের কোনও ক্লাবের ঠাঁই হয়নি। কিন্তু আজকের ম্যাচে সবথেকে বেশি চর্চা হচ্ছে দুই ইংলিশ ফুটবলারকে নিয়েই। একজন রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম (Jude Bellingham) এবং আর একজন বায়ার্নের স্ট্রাইকার হ্যারি কেন (Harry Kane)। জার্মান ক্লাবের কোচ টমাস টুখেল সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিয়েছেন, বেলিংহ্যামকে সামলানো বড় চ্যালেঞ্জ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২১টি গোল করে ফেলেছেন তিনি, এছাড়াও দিয়েছেন বহু গোলের পাস।
?#UCL pic.twitter.com/PZjuJs6SSl
— UEFA Champions League (@ChampionsLeague) April 30, 2024
ট্রফি জেতার স্বপ্ন নিয়ে টটেনহ্যাম ছেড়ে জার্মানির এক নম্বর ক্লাবে এসেছিলেন কেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত টানা বুন্দেশলিগা জেতা বায়ার্ন এবার ট্রফি জিততে পারেনি। খেতাব ছিনিয়ে নিয়েছে জাভি আলোনসোর বেয়ার লেভারকুসেন। তাই এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া কেন এবং বায়ার্ন।
ইংলিশ স্ট্রাইকার ছাড়াও জার্মানির ক্লাবের হয়ে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন অনেকেই। তরুণ প্রতিভা জামাল মুসিয়ালা, সার্জ গ্যানাব্রি, লিরয় সানেরা প্রত্যেকে ম্যাচ উইনার। অন্যদিকে রিয়াল শিবিরেও শুধু বেলিংহ্যাম নয়, আছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো বড় খেলোয়াড়। সব মিলিয়ে এই ম্যাচ অবশ্যই ক্ল্যাশ অফ টাইটান্স।
দেখুন অন্য খবর: