মুম্বই: একই দিনে তিনজনের দুর্ভাগ্য খুব দিনে ঘটে। শুভমন গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), তিনজনে আজ সেঞ্চুরির চৌকাঠ থেকে ফিরে গেলেন। তিনবার আশাহত হল ভারত সমর্থকরা। শুভমন ৯২, বিরাট ৮৮ এবং শ্রেয়স আউট হলেন ৮২ রানে। এ যেন দুর্ভাগ্যের হ্যাটট্রিক। শেষমেশ শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত।
ভারতের জন্য সুখবর, অবশেষে ফর্মে ফিরলেন শুভমন ও শ্রেয়স। এই দুজনকেই ব্যাটিং লাইন আপে নিষ্প্রভ দেখাচ্ছিল। আজ আবার চেনা ছন্দে ফিরলেন। ১১টি চার দুটি ছয় সহ ৯২ বলে ৯২ করেন শুভমন। শ্রেয়স ৫৬ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৩টে চার এবং ৬টি ছয়। ছয় মারতে গিয়েই আউট হন তিনি।
আরও পড়ুন: ঘটল না মহাযোগ, শচীনকে ছোঁওয়া হল না বিরাটের
Innings Break!#TeamIndia set a ? of 3⃣5⃣8⃣ for Sri Lanka!
Over to our bowlers ?
Scorecard ▶️ https://t.co/rKxnidWn0v#CWC23 | #MenInBlue | #INDvSL pic.twitter.com/80fANgx9wa
— BCCI (@BCCI) November 2, 2023
তবে দিনের সবথেকে বড় ধাক্কা আজ কোহলির সেঞ্চুরি ফস্কানো। ওডিআই কেরিয়ারের ৪৯তম শতরান করে শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁতে পারতেন তিনি। ১২ রানের জন্য মহাযোগ হয়েও হল না। যে দেশের বিরুদ্ধে সবথেকে বেশি সেঞ্চুরি ছিল সেই লঙ্কানরাই প্রতিপক্ষ। কোন মাঠ? ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium) যা শচীনের ঘরের মাঠ। ভারতীয় ক্রিকেটের ঈশ্বর স্বয়ং উপস্থিত ছিলেন। গতকালই ওয়াংখেড়েতে তাঁর মূর্তি উন্মোচিত হয়েছে। আজ সেই মূর্তিতে মাল্যদানের মতো হতে পারত কোহলির সেঞ্চুরি। কিছুই হল না।
শুরুতে বল সিমে পড়ে মুভ করছিল। রোহিত শর্মা (Rohit Sharma) দ্রুত ফিরে যাওয়ায় ক্রিজে আসেন কোহলি। বেশ কয়েকবার বিট হন। দু’বার আউট হতে হতে বেঁচে যান। একবার সেট হয়ে যাওয়ার পর আর তরতর করে এগোতে থাকেন। উল্টোদিকে শুভমন গিল সামান্য স্লো খেলছিলেন, কারণ তাঁর ফর্মে ফেরার তাগিদ ছিল। কিন্তু কোহলি খাঁটি ওয়ান ডে ইনিংস খেলছিলেন। স্ট্রাইক রেট সবসময় ১০০-র গায়ে গায়ে ছিল। দিলশান মধুশঙ্কার বল পিচে পড়ে থমকে গেল। কোহলি কভারে খেলতে গিয়ে পাথুম নিশঙ্কর হাতে তুলে দিলেন।