কলকাতা: টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু ২ জুন। ইতিমধ্যেই অনেকগুলি দেশ তাদের প্রাথমিক অথবা চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। আজ ২৫ জুন চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণার শেষ দিন। এদিকে বিশ্বকাপের ধারাভাষ্যকারদের দল ঘোষণা করে দিয়েছে আইসিসি (ICC)। এবার রেকর্ড ২০টি দল অংশগ্রহণ করছে তাই ম্যাচের সংখ্যাও অনেক বেশি। তাই ধারাভাষ্যকারদের সংখ্যাও বেড়েছে, এবার প্যানেলে আছেন ৪১ জন।
রবি শাস্ত্রী (Ravi Shastri), হর্ষ ভোগলে (Harsha Bhogle), ইয়ান স্মিথ, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্সের মতো পরিচিত মুখ যেমন আছে, আবার স্টিভ স্মিথ (Steve Smith), অ্যারন ফিঞ্চ, স্যামুয়েল বদ্রীর মতো নতুনও যোগ করা হয়েছে। টুর্নামেন্টের অর্ধেক অংশ আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজে তাই ক্যারিবিয়ান ধারাভাষ্যকারের সংখ্যা বেশি।
আরও পড়ুন: এফএ কাপ ফাইনালে আজ ম্যাঞ্চেস্টার ডার্বি
সদ্য আইপিএল খেলে ওঠা দীনেশ কার্তিকও (Dinesh Karthik) আছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, তিনি যে পেশাদার ক্রিকেটের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তা পরিষ্কার। ধারাভাষ্যকারের ভূমিকায় আগে থেকেই দেখা গিয়েছে কার্তিককে। এবার এই পেশাতেই পাকাপাকি ঢুকে পড়তে চলেছেন তিনি।
আইসিসি নির্বাচিত ৪১ জন ধারাভাষ্যকার:
রবি শাস্ত্রী, নাসের হুসেন, ইয়ান স্মিথ, মেল জোনস, হর্ষ ভোগলে, ইয়ান বিশপ, দীনেশ কার্তিক, এবনি রেনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রী, কার্লোস ব্রাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, লিসা স্টালেকর, রিকি পন্টিং, সুনীল গাওস্কর, ম্যাথু হেডেন, রামিজ রাজা, অইন মর্গ্যান, টম মুডি, ওয়াসিম আক্রম, জেমস ও’ব্রায়েন, ডেল স্টেন, গ্রেম স্মিথ, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, পমি বাঙ্গোয়া, নাতালি গেরমানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মুরগাট্রোড, মাইক হেসম্যান, ইয়ান ওয়ার্ড, আতহার আলি খান, রাসেল আর্নল্ড, নীল ও’ব্রায়েন, কাস নাইডু, ড্যারেন গঙ্গা।
দেখুন অন্য খবর: