
বিষ্ণুপুর: শনিবার সকালে বিষ্ণুপুরের বিজেপি (BJP) প্রার্থী সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে লিফলেট শহরজুড়ে। ভোট শুরুর আগেই সকাল থেকে বিষ্ণুপুর শহরের বিভিন্ন প্রান্তে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে লিফলেট পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। লিফলেটে সৌমিত্র খাঁয়ের ছবি দিয়ে লেখা রয়েছে খুনিকে ভোট দিতে চান?। এই বিজেপিকে একটি ভোট নয়। এর পাশাপাশি একাধিক অভিযোগ তোলা হয়েছে সেই পোস্টারে সৌমিত্র খাঁর বিরুদ্ধে।বিজেপির অভিযোগ, এই পোস্টটা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূলের দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
উল্লেখ্য, শনিবার সকাল ৭টা থেকে দেশজুড়ে শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ (6th Phase Lok Sabha Election 2024)। ভোটগ্রহণ শুরু হয়েছে সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৫৮টি কেন্দ্রে। এই দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন। প্রত্যেক দফার মতো এই দফাতেও নজর হেভিওয়েট প্রার্থীদের উপর। ষষ্ঠ দফার নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলার একঝাঁক তারকা।
আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে শনিবার ভারী বৃষ্টির সতর্কতা!
আরও খবর দেখুন