কান: ইতিহাস সৃষ্টি করলেন বঙ্গতনয়া অনসূয়া সেনগুপ্ত (Anasuya Sengupta)। প্রথম ভারতীয় হিসেবে ঐতিহ্যশালী কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। ‘আন সার্টেন রিগার্ড’ (Un Certain Regard) বিভাগে ‘শেমলেস’ (Shameless) ছবির জন্য এই পুরস্কার জিতলেন তিনি। এই ছবি পরিচালনা করেছেন বুলগেরিয়ান পরিচালক কনস্তান্তিন বোয়ানভ (Constantin Bojanov)। পুলিশকে হত্যা করে যৌনপল্লি থেকে পালিয়ে যাওয়া এক যৌনকর্মীর জার্নি দেখানো হয়েছে এই ছবিতে।
এই পুরস্কার ‘কুইয়্যার’ সম্প্রদায় এবং অন্যান্য প্রান্তিক সম্প্রদায় যাঁরা এমন লড়াই লড়ছেন যা তাঁদের লড়ার কথা নয়, তাঁদের উৎসর্গ করেছেন অনসূয়া। পুরস্কার নেওয়ার সময় অভিনেত্রী বললেন, “সাম্যের জন্য লড়াই করতে কুইয়্যার হওয়ার প্রয়োজন নেই। ঔপনিবেশিক সভ্যতা জঘন্য তা বোঝার জন্য ঔপনিবেশিক হতে হয় না, আমাদের শুধু খুব খুব ভালো মানুষ হতে হবে।”
আরও পড়ুন: অথৈ-দিয়ামোনার প্রেমের কথা হলেন অনির্বাণ!
অনসূয়ার এই ঐতিহাসিক সাফল্যে ধন্য ধন্য করছে টলিউড থেকে হলিউড। অভিনেত্রী মুম্বইয়ে প্রোডাকশন ডিজাইনার হিসেবে অনেক বেশি পরিচিত, এখন থাকেন গোয়ায়। আদতে কলকাতার মেয়ে অনসূয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
আন সার্টেন রিগার্ড বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে চীনা চলচ্চিত্রকারের ‘ব্ল্যাক ডগ’। জুরির বিচারে সেরা ছবির তকমা পেয়েছে বরিস লোকিনের ‘দ্য স্টোরি অফ সুলেইমান’। সেরা পরিচালক যুগ্মভাবে রবার্তো মিনারভিনি (দ্য ড্যামড) এবং রুঙ্গানো নাইয়োনি (অন বিকামিং আ গিনি ফাউল)। দ্য স্টোরি অফ সুলেইমানের জন্য সেরা অভিনেতা হয়েছেন আবু সাঙ্গারে।
দেখুন অন্য খবর: