ওয়েব ডেস্ক: জয়ের সরণিতে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) শুধু হারানো নয়, দুরমুশ করেছে অজিঙ্ক্য রাহানের (Ajinkya Rahane) দল। প্যাট কামিন্সের (Pat Cummins) দল হেরে গিয়েছে ৮০ রানের ব্যবধানে। লিগ টেবিলের একদম তলানি থেকে থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে কেকেআর। মাইনাস থেকে প্লাস-এ চলে এসেছে রান রেট। স্বভাবতই নাইট শিবিরে খুশির হাওয়া।
ম্যাচের পরে ড্রেসিং রুমে চলল জনপ্রিয় পঞ্জাবি গান ‘দিল লুটেয়া’। নাইটদের মেন্টর ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) সেই সুরের সঙ্গে সোফায় বসেই শরীর দোলালেন। মজা নিলেন রিঙ্কু সিং, হর্ষিত রানা, অঙ্গকৃশ রঘুবংশী, চেতন সাকারিয়া এবং আরও অনেকে। খোশমেজাজে দেখা গেল কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। সবমিলিয়ে নাইট সংসারে সুখশান্তি ফিরে এসেছে।
আরও পড়ুন: ইডেন-প্রত্যাঘাতের এক সেরা প্রহর
Perfect vibes to start your day ? pic.twitter.com/eU9UtiYkQT
— KolkataKnightRiders (@KKRiders) April 4, 2025
বৃহস্পতিবার হেরে গেলে বড় বিপদে পড়ত রাহানের দল। প্লে অফের অঙ্ক অনেকটাই কঠিন হয়ে যেত, কারণ বাকি ১০ ম্যাচের মধ্যে জিততে হত সাতটাতেই। এবার ছ’টায় জিততে হবে। আত্মতুষ্টির কোনও জায়গাই নেই, তবে হায়দরাবাদের বিরুদ্ধে এই জয় নাইট শিবিরে অনেকটা আত্মবিশ্বাস এনে দেবে।
বৃহস্পতিবার ম্যাচের পর ২৯ বলে ৬০ রান করা ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) জানিয়েছেন, ইডেনে (Eden Gardens) এদিন যে উইকেট ছিল এমন উইকেট থাকলে আরও ম্যাচ জিতবেন তাঁরা। আশা করা যায় আগামী ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একই ধরনের পিচ পাবেন তাঁরা।
দেখুন অন্য খবর: