ইস্তানবুল: শনিবার রাতটা সম্ভবত পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) জীবনের সবথেকে সুন্দর রাত। ইন্টার মিলানকে (Inter Milan) ১-০ হারিয়ে এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ (UCL) জিতল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। একই সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ত্রিমুকুট জয়ের রেকর্ডও স্পর্শ করল। প্রিমিয়ার লিগ (EPL) বহুবার জিতলেও সিটিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ আর কিছুতেই জেতা হয়ে উঠছিল। এর জন্য গুয়ার্দিওলাকে যথেষ্ট সমালোচনা সহ্য করতে হয়েছে। ইউরোপিয়ান ট্রফি না থাকলে কোনও ক্লাব ‘এলিট’ শ্রেণির হয়ে উঠতে পারে না, সে ঘরোয়া সাফল্য যতই থাকুক। ম্যান সিটি এবার এলিটদের ক্লাসে ঢুকে পড়ল।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) নিয়ে ছেলেখেলা করেছিল সিটি। ফাইনালে তাই ইন্টারকে নিয়ে খুব একটা আশা দেখছিল না কেউ। চার বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী গ্যারেথ বেল (Gareth Bale) তো সিটির পক্ষে ৫-০ ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু এটা কাপ ফাইনাল। স্নায়ুর চাপ থাকবে দুই পক্ষেরই। ফেভারিট হিসেবে খেলতে নেমে চাপে ছিল সিটিও। তার উপর ৩৬ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন দলের প্রধান স্তম্ভ কেভিন ডি ব্রুইনা। এতে কিছুটা বিঘ্নিত হয় সিটির স্বাভাবিক পাসিং ফুটবল। প্রথমার্ধে একটাই গোলের সুযোগ তৈরি করেছিল সিটি, এর্লিং হালান্ডের শট সেভ করে দেন ইন্টার গোলকিপার ওনানা।
আরও পড়ুন: WTC Final 2023 | ভারতের চাই আর ২৮০, শেষ দিনে কে হবেন ভারতের ঋষভ পন্থ?
উলটে গোলের সুযোগ বেশি তৈরি করেছে ইন্টার। ৬৭ মিনিটে রদ্রির গোলের পর মরিয়া হয়ে ওঠে ইতালির ঐতিহ্যশালী ক্লাব। ফেদেরিকো ডিমার্কোর হেড বারে লেগে ফিরে আসে, ফিরতি বলে ফের হেড দেন তিনি, এবার সিটির ত্রাতা হয়ে দাঁড়ান ইন্টারেরই রোমেলু লুকাকু। ওই হেড তাঁর গায়ে লেগে যায়। একেবারে শেষ মুহূর্তে ম্যাচের সহজতম সুযোগ আসে সেই লুকাকুর কাছে। মাত্র পাঁচ গজ দূর থেকে হেড করতে হত, মাঝখানে গোলকিপার এদেরসন। বল যে কোনও পাশে রাখলেই গোল। সিটি সমর্থকরাও বুঝে গিয়েছেন এবার গোল নিশ্চিত। গুয়ার্দিওলা হাঁটু গেড়ে বসে পড়েছেন হতাশায়। কিমাশ্চর্যম! লুকাকু হেড করলেন সোজা এদেরসনের পায়ে।
এই মিসের জন্য ইন্টার সমর্থকরা কোনও দিন তাঁকে ক্ষমা করতে পারবেন না। লুকাকু নিজে নিজেকে কি ক্ষমা করতে পারবেন? ফাইনালে গোলে শট ছিল ইন্টারের বেশি। তবে গোটা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে সিটি। এই ট্রফি তাদের ভাগ্যে ছিলই। বরং অনেক আগে জেতা ছিল। দের আয়ে পর দুরস্ত আয়ে। একেবারে ত্রিমুকুটই জিতে নিল ইংল্যান্ডের ক্লাব।