কেপটাউন: জমজমাট ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। কেপটাউনের উইকেটে তাণ্ডব নৃত্য দেখান মহম্মদ সিরাজ। প্রথম ঘন্টায় তাঁকে খেলা প্রচণ্ড চ্যালেঞ্জিং হয়ে যায় প্রোটিয়া ব্যাটারদের কাছে। স্বপ্নের স্পেল সিরাজের ৯-৩-১৫-৬। এছাড়া জসপ্রীত বুমরা এবং মুকেশ কুমার নেন ২টি করে উইকেট। প্রোটিয়া ব্যাটারদের মধ্যে বেদিংহাম এবং ভেরাইন বাদে অন্য কোনও ব্যাটারের রানসংখ্যা ডবল ডিজিট পেরোয়নি।
জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। রাবাডা-বার্গার-এনগিডি নেন ৩টি করে উইকেট। ভারতীয় ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি করেন সর্বোচ্চ ৪৬ রান। মারলেন ৬টি চার এবং ১টি ছয়। এছাড়া রোহিত শর্মা করেন ৩৯ রান এবং শুভমান গিল করেন ৩৬ রান। বাকি ব্যাটারদের রানসংখ্যা অনেকটা টেলিফোন ডিজিটের মতো। একসময় ১৫৩/৪ থেকে ১৫৩-তে অল আউট হয়ে যায় ভারত। শেষ চারজন ভারতীয় ব্যাটার শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে ৯৮ রানের লিড পায় ভারত। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে কেমন ব্যাট করেন এখন সেটাই দেখার!
এইমুহূর্তে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এটা জিতে ক্লিন সুইপ করতে মরিয়া প্রোটিয়ারা। অন্যদিকে, ভারতীয় দল চাইবে কেপটাউন টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে। উল্লেখ্য, কেপটাউনে এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ জেতেনি টিম ইন্ডিয়া।
ভারতের চূড়ান্ত একাদশ
১। রোহিত শর্মা ২। যশস্বী জয়সওয়াল ৩। শুভমান গিল ৪। বিরাট কোহলি ৫। শ্রেয়স আইয়ার ৬। কেএল রাহুল ৭। রবীন্দ্র জাডেজা ৮। জসপ্রীত বুমরা ৯। মহম্মদ সিরাজ ১০। প্রসিদ্ধ কৃষ্ণ ১১। মুকেশ কুমার
অন্য খবর দেখতে ক্লিক করুন: