Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা আজ রাতেই ?

কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা আজ রাতেই ?

এসএসকেএম-জোকা ইএসআইতে তুঙ্গে তৎপরতা, হাজির ইডি, কেন্দ্রীয় বাহিনী

Follow Us :

কলকাতা: আজ রাতেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকুকে (Kalighater Kaku) জোকা ইএসআই হাসপাতালে (Joka ESI Hospital) নিয়ে যাওয়া হতে পারে। বিকেল থেকে তার জন্য এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) তৎপরতা তুঙ্গে ওঠে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ঘিরে ফেলা হয় গোটা হাসপাতাল চত্বর। কার্ডিওলজি বিভাগের সামনে রাত ৮টা নাগাদ হাজির হয় ইএসআই হাসপাতালের লাইফসার্পোটের অ্যাম্বুল্যান্স। সেখানে হাজির ইডির পদস্থ কর্তারা। রাতে সিআইএস জওয়ানের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। এদিন রাত ৯টার দিকে কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হল।

কালীঘাটের কাকুকে এসকেএম হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হল। ইডি সূত্রে খবর, রাতেই তাঁর গলার স্বরের নমুনা সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। এদিন হুইলচেয়ারে করে তাঁকে বার করে তোলা হয় অ্যাম্বুল্যান্সে। বেরোনোর সময়ে কোনও কথা বলেননি। জানা যাচ্ছে, আগে জোকা ইএসআই-এর জরুরি বিভাগে তাঁর মেডিক্যাল টেস্ট করা হবে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে ইডি। আদালতের থেকেও অনুমতি পেয়েছিল। আদালতের নির্দেশের পরও বার বার এসএসকেএমকে থেকে খালি হাতে ফিরতে হয়েছে ইডিকে। নমুনা পরীক্ষা করতে গিয়ে একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছিল ইডি।

আরও অন্য খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular