skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeScrollম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যান ইউ
Manchester United

ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যান ইউ

বোনাস হিসেবে পরের মরসুমে উয়েফা ইউরোপা লিগে খেলার সুযোগ পেল ম্যান ইউ

Follow Us :

লন্ডন: কথায় বলে, সব ভালো যার শেষ ভালো তার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য এই প্রবচন দারুণভাবে খেটে যাচ্ছে। অত্যন্ত খারাপ, বলা ভালো ক্লাবের ইতিহাসে সবথেকে মরসুম শেষ হল ট্রফি দিয়ে। শনিবার ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হল ওল্ড ট্রাফোর্ডের ক্লাব।

একটা ট্রফি অনেক কিছু বদলে দেয়। কাল পর্যন্ত ক্লাবের অন্দরে অসন্তোষ, সমর্থকদের ক্ষোভ, কোচ এরিক টেন হাগের চাকরি নিয়ে অনিশ্চয়তা ছিল। এমনও শোনা যাচ্ছিল, ম্যান ইউ কোনওভাবে চ্যাম্পিয়ন হলেও নতুন মালিকপক্ষ (আংশিক) ইনিয়স টেন হাগকে রাখবে না। এমনকী পরবর্তী কোচ কে হতে পারে তার তালিকাও চলে এসেছিল। কিন্তু ম্যান ইউ শুধু ম্যান সিটিকে হারায়নি, ভালো খেলে হারিয়েছে। এখানেই অনেক কিছু পাল্টে গিয়েছে।

এ মরসুমে ম্যান ইউ দলটা চোটের ধাক্কায় বারবার জর্জরিত হয়েছে। বহু ম্যাচে কোনও সেন্টার ব্যাক ছাড়াই খেলতে হয়েছে। কখনও ক্যাসেমিরোর মতো মিডফিল্ডার, ফুলব্যাক লিউক শ-কে সেন্টার ব্যাকে খেলাতে বাধ্য হয়েছেন টেন হাগ। আদতে রাইট ব্যাক দিয়োগো দালো তো প্রায় গোটা মরসুম লেফটে ব্যাকে খেলেছেন। টেন হাগ বার বার বলেছেন, পুরো স্কোয়াড তিনি কিছুতেই পাননি। এটা যে স্রেফ অজুহাত নয় তার প্রমাণ এফএ কাপ ফাইনাল।

আরও পড়ুন: আজ চূড়ান্ত লড়াই, কী হবে কলকাতার প্রথম ১১

সেন্টার ব্যাকে যে দুজনকে রেখে টিম গড়েছিলেন ম্যান ইউ কোচ, সেই রাফায়েল ভারানে এবং লিসান্দ্রো মার্তিনেজ বহু মাস পর একসঙ্গে খেললেন। রাইট ব্যাকে অ্যারন ওয়ান-বিশাখা এবং লেফট ব্যাকে দালো। চার ডিফেন্ডারের সামনে ডিফেন্সিভ স্ক্রিন সোফিয়ান আমরাবাত, একটু উপরে কোবি মেইনু। এই রণকৌশলে গোলমুখ খুলতে বেগ পেল সিটি। বলের দখল থাকলেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ তারা। দ্বিতীয়ার্ধে জেরেমি ডোকু যে গোলটি করলেন সেটাও গোলকিপার আন্দ্রে ওনানার ভুলে।

 

অন্যদিকে ম্যান ইউয়ের হয়ে গোল করলেন আলেহান্দ্রো গারনাচো এবং কোবি মেইনু। রেড ডেভিলদের নতুন প্রজন্ম যথেষ্ট প্রতিভাবান। মেইনুর প্রশংসায় পঞ্চমুখ ওয়েন রুনি, পল স্কোলসের মতো কিংবদন্তিরা। স্কোলস তো এও বলেছেন, তিনি নিজে ১৯ বছর বয়সে যেমন খেলতেন তার ১০ গুণ ভালো খেলে মেইনু।

ট্রফি দিয়ে মরসুম শেষ করে তৃপ্ত টেন হাগ। দুই মরসুমে দুটি ট্রফি, তিনবার ফাইনালে ওঠা, আদৌ খারাপ ট্র্যাক রেকর্ড নয়। তাও যদি বরখাস্ত হন? টেন হাগ বলছেন, কুছ পরোয়া নেহি। তিনি অন্য ক্লাবে চলে যাবেন, সেখানে ট্রফি জিতবেন। এর আগে এফসি উট্রেখট, আয়াখসকে নিয়ে ট্রফি জিতেছেন। কিন্তু সবার উপরে রাখলেন এফএ কাপ জয়কেই। এবার সমর্থকরাও বলছেন, টেন হাগকেই বহাল রাখা হোক।

এফএ কাপ জিতে বোনাস হিসেবে পরের মরসুমে উয়েফা ইউরোপা লিগে খেলার সুযোগ পেল ম্যান ইউ। প্রিমিয়ার লিগে ছয় নম্বরে শেষ করেও কনফারেন্স লিগে খেলতে হবে চেলসিকে। আর সাতে শেষ করেও ইউরোপীয় ফুটবল হাতছাড়া হল নিউকাসলের।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Train Accident | লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা , দেখুন ভয়ঙ্কর রেল দুর্ঘটনা
00:00
Video thumbnail
Train Accident | সিগন্যাল বিভ্রাট নাকি যান্ত্রিক সমস্যা ? রেল দুর্ঘটনার কারণ কী ?
00:00
Video thumbnail
Weather Update | আজ থেকেই বৃষ্টি, কখন থেকে শুরু? কতটা বৃষ্টি? দেখুন
00:00
Video thumbnail
Kanchanjunga Express | কী করে একই লাইনে ২টি ট্রেন? কার গাফিলতি? দেখুন এই চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
Kanchanjunga Express Accident | দার্জিলিঙে বৃষ্টি চলছে, ব্যাহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উদ্ধারকাজ!
00:00
Video thumbnail
Kanchanjungha Express accident LIVE updates | রেল দুর্ঘটনায় কতজন মৃত? রেল কী ব্যবস্থা করল?
00:00
Video thumbnail
Kanchanjungha Express accident LIVE updates | কাঞ্চনজঙ্ঘা লাইনচ্যুত, হেল্প ডেস্ক নম্বর জেনে নিন
00:00
Video thumbnail
Kanchanjunga Express Accident | ফের রেল দুর্ঘটনা, আহতের সংখ্যা কত? রেল কী ব্যবস্থা নিচ্ছে?
00:00
Video thumbnail
Kanchenjunga Express | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়, মৃত ৮, দাবি রেলের
02:57
Video thumbnail
আরো বারো | শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত আহত অনেক যাত্রী, দেখুন কী হয়েছিল?
53:16