skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeদেশচারিদিকে পোড়া মাংসের গন্ধ, মৃত বেড়ে ৩২!
Rajkot Gaming Zone Fire

চারিদিকে পোড়া মাংসের গন্ধ, মৃত বেড়ে ৩২!

এখনও চলছে উদ্ধারকার্য

Follow Us :

রাজকোট: গুজরাটের রাজকোটে (Rajkot) টিআরপি গেমিং জোনে বিধ্বংসী আগুন (Gujarat Massive Fire) লাগে শনিবার। এখনও সেখানে চলছে উদ্ধারকার্য। রবিবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ শিশু সহ ২৭ জনের মৃত্যু হয়েছে।

রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিনায়ক পটেল জানিয়েছেন,অগ্নিকাণ্ডে ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের দেহগুলি এমন ভাবে ঝলসে গিয়েছে যে, শনাক্ত করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পুলিশের তরফে গেম জোনের মালিক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধারকাজ জারি রয়েছে।

গুজরাটের দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ রাজকোটের গেমিং জোনে আগুন লাগার খবর পাওয়া যায় (Rajkot Gaming Zone Fire)। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ কর্মীরা। রাত পর্যন্ত চেষ্টা করেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বিভাগ। ভিতরে যারা আটকে ছিল তাদের শরীর বেশির ভাগই ভয়াবহ ভাবে দগ্ধ হয়েছে। চাপা গোঙানি শুনেই এদিক-ওদিক ছুটেছেন দমকল কর্মীরা। চারিদিকে ছড়িয়ে পড়েছে পোড়া মাংসের গন্ধ।

আরও পড়ুন: পরমাত্মাই পাঠিয়েছেন তাঁকে, দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রীর

রবিবার ভোরে ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল (Bhupendra Patel)। তিনি আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান। আহতদের জরুরি পরিস্থিতিতে চিকিৎসার ব্যবস্থা সহ মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে গিয়েছিলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিও। তিনি জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নীচে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular