নয়াদিল্লি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার এই দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ, আহতদের আড়াই লক্ষ এবং কম ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল ভারতীয় রেল।
এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে করে লেখেন, পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনা দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে যাওয়ার যাচ্ছেন।
আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
পাশাপাশি এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে তাঁর দফতর।
দেখুন আরও অন্যান্য খবর: