মুম্বই: শাহরুখ খান (Shah Rukh Khan) ও গৌরী খানের (Gauri Khan) ছোট ছেলে আব্রাম খান (Abram Khan)-এর মিষ্টি হাসিতে ফিদা নেটিজেনরা। বাবা-ছেলের জুটিকে অনুরাগীরা ভীষণ পছন্দ করেন। সম্প্রতি শাহরুখ পুত্ৰকে দেখা গেল সোহেল খান ও সীমা সাজদেহের ছোট ছেলে ইয়োহান খানের জন্মদিনের পার্টিতে হাসিখুশি মুহূর্তে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে ইয়োহান খানের জন্মদিনের পার্টিতে বন্ধুদের সঙ্গে পার্টি মুডে দেখা গেল আব্রামকে। মুম্বইয়ের একটি রেস্তরাঁর বাইরে বন্ধুদের সঙ্গে বিন্দাস মুডে দেখা গেল তাকে। সঙ্গে ছিলেন অমৃতা অরোরার ছেলেও। গাড়িতে ওঠার পর আব্রাম পাপারাজ্জিদের দিকে তাকিয়ে পোজ দিতেও দেখা যায়। এদিন আব্রামের পরনে ছিল প্রিন্টেড কালো টি-শার্ট, শর্টস। আব্রামের মিষ্টি ডিম্পল দেখে শাহরুখের কথা মনে পড়েছে অনুরাগীদের। অনেকেই বলছেন ‘পুরো বাপ কা বেটা’।
View this post on Instagram
আরও পড়ুন: ফিল্মি পার্টিতে গালে চুমু, ওরির প্রেমে পাগল উরফি!
উল্লেখ্য, সদ্যই ১১ বছরে পা দিয়েছে আব্রাম। সারোগেসির মাধ্যমে ২০১৩ সালে ছোট ছেলেকে ঘরে আনেন শাহরুখ-গৌরী। সম্প্রতি আইপিএল ফাইনালের ম্যাচে দেখা গিয়েছিল খুদেকে। বাবা-মা, এবং দাদা-দিদির সঙ্গে ম্যাচের টানটান উত্তেজনা উপভোগ করতে মাঝেমধ্যেই দেখা যায় তাকে। প্রতিবছর ঈদের শুভেচ্ছা জানাতে মন্নত-এর ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখা করেন কিং খান। প্রতিবছর তাঁর সঙ্গী হয় ছোট ছেলে আব্রাম।
দেখুন বিনোদনের আরও খবর