নয়াদিল্লি: বিতর্কিত বিজ্ঞাপন (Advertisement) সংক্রান্ত মামলায় বিজেপির (BJP) আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। আপাততদৃষ্টিতে বিজ্ঞাপনের বিষয়বস্তু মর্যাদাহানিকার। মন্তব্য দেশের শীর্ষ আদালতের। লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সম্পর্কিত বিজেপির বিজ্ঞাপন প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। একক বেঞ্চের সেই রায়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেনি। এবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের বিচারপতি কে মাহেশ্বরী ও বিচারপতি কেবি বিশ্বনাথন সেই রায়ে হস্তক্ষেপ করল না।
বিতর্কিত বিজ্ঞাপন আমরা দেখেছি। আপাতদৃষ্টিতে যার বিষয়বস্তু মর্যাদাহানিকর। কেউ নিজেকে ভালো বলতেই পারে। কিন্তু এই বিদ্বেষপূর্ণ আক্রমণ আরও বাড়ুক, আদালত চায় না। বিষয়বস্তুটির সঙ্গে ভোটদাতার স্বার্থের কোনও সম্পর্ক নেই বরং এর ফলে পরিস্থিতিতে খারাপ হতে পারে। মন্তব্য ডিভিশন বেঞ্চের।
আরও পড়ুন: জমা জল দ্রুত বের করতে হবে, নির্দেশ মুখ্যসচিবের
ডিভিশন বেঞ্চের এমন অভিমতের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার বিজেপির। জানানো হলো, হাইকোর্টের একক বেঞ্চে তারা হলফনামা জমা দেবে। উল্লেখ্য, মামলার শুনানিতে বিজেপির অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের একতরফা আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা আরোপ করেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
আরও খবর দেখুন