আরামবাগ: রেমালে (Cyclone Remal) ক্ষয়ক্ষতি প্রায় নেই বলেই চলে। কিন্তু আরামবাগের (Arambagh) বাঁধপাড়া এলাকা কার্যত লণ্ডভণ্ড। রাত থেকে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে আতঙ্কে বাসিন্দারা। অনেকেই আবার বিপদ বুঝে বাঁধের ওপরে উঠে এসেছে। ত্রিপল ঢাকা মাটির অপলকা বাড়ির ছাদ থেকে জল পড়ছে। নেই মাথা গোঁজার ঠাঁই কোনও রকমে ত্রিপল খাটিয়ে ঝড়বৃষ্টির থেকে রেহাই পাওয়ার চেষ্টা মাত্র। কষ্টের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাদের। রবিবার রাত থেকে টানা বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ায় রীতিমতো নাজেহাল আরামবাগের বাঁধপাড়ার মানুষজন। শহরের একেবারে পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদী। আর সেই নদীরই বাঁধ দেওয়া হয়েছে। কংক্রিটের বাঁধ তৈরি হওয়ায় অনেকেই এই দুর্যোগের হাত থেকে বাঁচতে বাঁধের উপরে উঠে আসেন। অস্থায়ী ভাবে ত্রিপল খাটিয়ে বসবাস করেন।
আরও পড়ুন: লাইনে গাছ পড়ে ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার রেল চলাচল
উল্লেখ্য যে,আরামবাগের এই বাঁধ জুবিলি পার্ক ময়দানের কাছে ভেঙে গিয়েছিল। আর তাতে আরামবাগ শহরকে পুরোপুরি ভাসিয়ে দিয়েছিল। চরম ক্ষতির মুখে পড়েন তারা। সেই ভয়ংকর অভিজ্ঞতা থেকে তারা বার বার ভয় পান।তাই বাঁধের ওপরে তারা উঠে আসেন। এবারে রিমালের তাণ্ডব। যদিও সেই ভাবে তাণ্ডব না হওয়ায় অনেকেই বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচেছেন। তবে রিমেলা মোকাবিলায় আরামবাগ মহকুমা প্রশাসন ও পুরসভা উভয়েই বিশেষ ভাবে তৎপর রয়েছে। তারাও চেষ্টা করে যাচ্ছেন যাতে কোথাও কোন ক্ষতি না হয়।
অন্য খবর দেখুন