skip to content
Tuesday, June 18, 2024

skip to content
Homeকলকাতাপ্রায় ২১ ঘণ্টা পর চালু বিমান পরিষেবা
Kolkata Airport

প্রায় ২১ ঘণ্টা পর চালু বিমান পরিষেবা

রেমালের দাপট কাটিয়ে কলকাতা বিমানবন্দরে চালু বিমান পরিষেবা

Follow Us :

কলকাতা: ২১ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকালে বিমান পরিষেবা চালু হল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। ঘূর্ণিঝড় রেমালের কারণে রবিবার দুপুর ১২টা থেকে বিমান পরিষেবা বন্ধ ছিল। সোমবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হল উড়ান পরিষেবা। জানা যাচ্ছে, দমদম বিমানবন্দর (Dum Dum Airport) থেকে প্রথম বিমানটি রওনা হয়েছে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে। চালু হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবাও। তবে পরিষেবা চালু হলেও প্রায় সব বিমানই নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে।

নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর এখনও জলে টইটম্বুর, রানওয়েও জলমগ্ন। তবে তার মধ্যেও উড়ান পরিষেবা স্বাভাবিক করতে সকাল থেকেই কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায়। আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় বিমানবন্দর। শুরু হয়েছে চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদগামী বিমান চলাচল।

আরও পড়ুন: রেমালের তাণ্ডবে জলমগ্ন শহরের একাংশ, দুর্ভোগে সাধারণ মানুষ

উল্লেখ্য, রবিবার মধ্যরাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal)। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ সহ একাধিক জায়গায় রেমালের তাণ্ডবে উপড়ে পড়েছে গাছ। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় এখনও জারি সতর্কতা। নদী বা সমুদ্রের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে আজও। রেমালের সঙ্গে ভরা কোটালের প্রভাবে এখনও জলোচ্ছ্বাস রয়েছে দিঘার সমুদ্রে।

কলকাতার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, সেন্ট্রাল, লালবাজার, আলিপুর-সহ নানা জায়গায় ব্যাপক জল জমে আছে। পুরসভা জানিয়েছে, সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম রাতেই আশ্বস্ত করে বলেছেন, আপাতত কোনও ক্রাইসিস নেই। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কিছু কিছু জায়গায় ট্রান্সফরমার উড়ে গিয়েছে। পরিস্থতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP West Bengal | বিজেপির প্রার্থী নিয়ে বিজেপিতেই তুলকালাম, বিশাল মিছিল বিক্ষুব্ধদের
00:00
Video thumbnail
Sanjay Raut | সঞ্জয় রাউতের বিরাট দাবি, NDA ছাড়তে চলেছে JDU-TDP-LJP! কী হতে চলেছে দেখুন
02:55:51
Video thumbnail
আজকে (Aajke) | আমাদের রাজ্যপাল, শুভেন্দু অধিকারী আর নির্যাতিতদের নিয়ে দুটো কথা
11:18
Video thumbnail
Fourth Pillar | ২৪ জুন সংসদে মোদিজি বিরোধীদের সামনে দাঁড়াবেন নাকি এক গ্লাস জল খেয়ে পালাবেন?
10:59
Video thumbnail
Politics | পলিটিক্স (17 June, 2024)
16:54
Video thumbnail
বাংলা বলছে | কীভাবে এত বড় ট্রেন দুর্ঘটনা? দুর্ঘটনার দায় মালগাড়ির চালকের কাঁধে ঠেলছে রেল
33:59
Video thumbnail
Mamata Banerjee | ভাড়া বাড়িয়ে যাচ্ছে, সুরক্ষায় নজর নেই! বিজেপিকে জোর ধাক্কা মমতার
05:02:11
Video thumbnail
Sukanta Majumder | Railway | শকুনের নজর ভাগাড়ে, বিরোধীর নজর রাজনীতিতে, রেল দুর্ঘটনায় এ কী মন্তব্য?
05:17:59
Video thumbnail
Sukanta | Kanchenjunga Express | কী করে হলো দুর্ঘটনা? দায়ী কে? শুনুন সুকান্ত মজুমদারের বক্তব্য
04:50:36
Video thumbnail
Stadium Bulletin | সুপার এইটের তিন ভেন্যুতে বিপন্ন ভারত?
29:31