কলকাতা: সাইক্লোন রেমালের তাণ্ডবে বিপর্যস্ত কলকাতার একাংশ। নানা জায়গায় ছিঁড়েছে বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটি উপড়েও বিপর্যয় বিভিন্ন জায়গায়। অনেকাংশে গাছ পড়ে বন্ধ রাস্তা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে। দিনভর ঝড়বৃষ্টি সহ বইবে ঝোড়ো হাওয়া।
কলকাতার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর-সহ নানা জায়গায় হাঁটুজল জমে। উত্তর কলকাতার একাংশেও জমেছে জল। বিদ্যুতের তার, খুঁটি ছিঁড়ে নানা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। পুরসভা জানিয়েছে, সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম রাতেই আশ্বস্ত করে বলেছেন, আপাতত কোনও ক্রাইসিস নেই। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কিছু কিছু জায়গায় ট্রান্সফরমার উড়ে গিয়েছে। পরিস্থতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: সোমবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা শহরে, বইবে ঝোড়ো হাওয়া
রেমালের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে বিপত্তি বরানগর জুড়ে। ঘটনাস্থল পরিদর্শনে বরানগর পুরসভার বিশেষ উদ্ধারকারী দল। বরানগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকাতে গাছ ভেঙে রাস্তায় পড়ে যাতায়াত বন্ধ। এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছে এলাকাবাসীরা।
হাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল। ঘূর্ণিঝড় রেমাল সকালের মধ্যে গভীর নিম্নচাপে ও বিকেলে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর জেরে সোমবার রাজ্যের দুই জেলায় লাল সতর্কতাও জারি রয়েছে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিন অতিভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর।
নদিয়া এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
দেখুন আরও অন্যান্য খবর: