skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যরাত থেকেই বৃষ্টি, স্বস্তির হাওয়া ডুয়ার্সে
Dooars Rain

রাত থেকেই বৃষ্টি, স্বস্তির হাওয়া ডুয়ার্সে

জল কষ্ট থেকে মুক্তি পেল ডুয়ার্সবাসী

Follow Us :

ডুয়ার্স: দক্ষিণবঙ্গের (South Bangal) পাশাপাশি রেমালের (Cyclone Remal) প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও (North Bengal)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার রাত থেকেই বানারহাট সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Dooars Rain)। সেই সঙ্গে বইছে শীতল বাতাস। একধাক্কায় তাপমাত্রাও অনেকটাই কমে গিয়েছে উত্তরের জেলায় জেলায়। কয়েকদিনের প্রচন্ড গরমের থেকে কিছুটা স্বস্তি পেল বলেই জানাচ্ছে ডুয়ার্সবাসী। সোমবার সকাল থেকেই পুরো আকাশ কালো মেঘে ঢেকেছে। সঙ্গে বইছে শীতল বাতাস।

বৃষ্টির অভাবে যেভাবে নদী ও ঝোরা গুলো শুকিয়ে যাচ্ছিল কার্যত জলকষ্ট দেখা দিয়েছিল ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। সবথেকে বেশি সমস্যায় পড়েছিল কৃষকরা। চা শিল্পেরও ব্যাপক ক্ষতি দেখা দিয়েছিল। বৃষ্টির অভাবে বিভিন্ন বাগানে পোকার আক্রমণ ও চা পাতা ঝলসে যাচ্ছিল। সেচের জল ব্যবহার করতেও সমস্যা হচ্ছিল। রবিবার রাত থেকে বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তি সকলের।

আরও পড়ুন: সোমবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা শহরে, বইবে ঝোড়ো হাওয়া

উল্লেখ্য, সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও হালকা হালকা রোদও উঠছে। শিলিগুড়ি থেকে পরিস্কার দেখা যাচ্ছে পাহাড়। গুমোট গরম থেকে মুক্তি পেয়েছে বাসিন্দারা। উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আজ, সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular