চেন্নাই: টুর্নামেন্টের সেরা বোলিং পারফরম্যান্সটা ফাইনালের জন্য তুলে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রত্যেক বোলার উইকেট নিলেন। বোলাররা যা করে দেখালেন, ব্যাটারদের তার অর্ধেকও করতে লাগবে না। তাতেও তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া বাঁধা। চিপকের মাঠে শুরুতে সুইং ছিল, বল সিমে পড়ে মুভ করেছে, এবং স্পিনও করেছে। কেকেআরের বোলাররা সবটুকু আদায় করলেন। এমনকী ১৫ তম ওভারে হেনরিখ ক্লাসেনের উইকেট সহ মেডেন নিলেন হর্ষিত রানা।
চ্যাম্পিয়ন হতে গেলে কলকাতার চাই মাত্র ১১৪। প্যাট কামিন্সের ক্যাচ না পড়লে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ১০০ পেরত কি না সন্দেহ। ইনিংসে মাত্র তিনটে ছয় মারলেন তাদের ব্যাটাররা। আর চার হয়েছে মাত্র আটটা। ফাইনালের চাপ সবসময়ই আলাদা, তার উপর শিশির পড়ছে না। ফলে সানরাইজার বোলারদেরও সুযোগ আছে। তবে নাইট ব্যাটাররা দায়িত্বজ্ঞানহীন না হলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে কোনও সন্দেহ নেই।
AN ABSOLUTE RIPPER! 🤩
As spectacular as it gets from Mitchell Starc ⚡️
He gets the in-form Abhishek Sharma early 🔥
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #KKRvSRH | #Final | #TheFinalCall pic.twitter.com/K5w9WIywuR
— IndianPremierLeague (@IPL) May 26, 2024
আরও পড়ুন: ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যান ইউ
চ্যাম্পিয়নরা তাঁদের সেরা পারফরম্যান্সটা বড় ম্যাচের জন্য রেখে দেন। মিচেল স্টার্ক একজন চ্যাম্পিয়ন। অভিষেক শর্মাকে যে ডেলিভারিতে বোল্ড করলেন, তা এই আইপিএলের সেরা। অভিষেক কেন, গ্রেট ব্রায়ান লারার কাছেও এই বলের জবাব থাকত কি না সন্দেহ।
টুর্নামেন্টের শুরু থেকে অজি পেসারকে নিয়ে কত কথাই না বলা হয়েছিল। মিমে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। প্লে অফ এবং ফাইনালে যাবতীয় সমালোচনার জবাব দিলেন স্টার্ক। এদিন প্রথম তিন ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি।
অন্য খবর দেখুন