Thursday, August 14, 2025
Homeখেলাভারতে আসছেন নেইমার! কলকাতায় নয়, খেলবেন অন্য শহরের মাঠে  

ভারতে আসছেন নেইমার! কলকাতায় নয়, খেলবেন অন্য শহরের মাঠে  

Follow Us :

কলকাতা: ভারতে খেলতে আসবেন নেইমার জুনিয়র (Neymar Jr)! না, আইএসএল-এর (ISL) কোনও দলে যোগ দেবেন না তিনি। ব্রাজিলীয় তারকা সদ্য পিএসজি (PSG) থেকে সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল হিলালে (Al Hilal) যোগ দিয়েছেন। সেই দলের হয়েই মুম্বই সিটির (Mumbai City FC) বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League) খেলতে আসতে পারেন তিনি। সেই ম্যাচ হওয়ার কথায় পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামে। 

ফেব্রুয়ারি মাসে আইএসএল লিগ শিল্ড (ISL League Shileld) জেতায় ২০২৩-২৪ মরশুমে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে মুম্বই সিটি এফসি। এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। গ্রুপ ডি-তে রয়েছে ভারতের ক্লাব। মুম্বইয়ের সঙ্গেই রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল, ইরানের নাসাজি মাজানদারান এবং উজবেকিস্তানের নাভবাহোর। 

আরও পড়ুন: দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন কার্লসেন, তবু প্রজ্ঞানন্দকে নিয়ে গর্ব করতে পারে ভারতবাসী   

অনেকেই চাইছিলেন মুম্বইয়ের গ্রুপে পড়ুক আল নাসের। তাহলে ভারতে খেলতে আসতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দুই মহাতারকার একজন লিওনেল মেসি (Lionel Messi) ইতিমধ্যেই ভারতে এসেছেন, বাকি রয়েছে রোনাল্ডোর আসা। তবে দর্শনীয় ফুটবলের প্রেক্ষিতে নেইমারের আসা বড় সুখবর। ৩১ বছরের ব্রাজিলীয় ফরোয়ার্ডের পায়ে এখনও অনেক জাদু আছে। অন্যদিকে ৩৮ বছরের রোনাল্ডো এখন স্রেফ গোলস্কোরার। 

 

তাছাড়া শুধু নেইমার কেন, মরশুমের শুরুতে একাধিক বড় তারকাকে সই করিয়েছে আল হিলাল। ইপিএলে খেলা পর্তুগালের রুবেন নেভেস আছেন, চেলসিতে খেলে আসা ডিফেন্ডার কালিদু কুলিবালি, সার্বিয়ান মিডফিল্ডার সের্গেই মিলিঙ্কোভিচ স্যাভিচ, ব্রাজিলের ম্যালকম, মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনোরাও আছেন। মোটা অর্থ খরচ করে শক্তিশালী দল বানিয়েছে আল হিলাল। মুম্বই সিটির সামনে তাই কঠিন চ্যালেঞ্জ। 

এদিকে এএফদি কাপের সাউথ জোনের গ্রুপ পর্বে উঠেছে মোহনবাগান। সবুজ-মেরুনের গ্রুপে রয়েছে ওড়িশা এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্স্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। বৃহস্পতিবারই খেলার সূচি প্রকাশ হওয়ার কথা রয়েছে। গত ২২ অগাস্ট বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকাকে ৩-১ হারিয়ে সাউথ জোনের গ্রুপ স্টেজে উঠেছে মোহনবাগান।

RELATED ARTICLES

Most Popular