Monday, September 1, 2025
HomeIPL 2025ম্যাচের আগে নাইট শিবিরকে কী বার্তা দিলেন শাহরুখ?  

ম্যাচের আগে নাইট শিবিরকে কী বার্তা দিলেন শাহরুখ?  

কলকাতা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) জমকালো অনুষ্ঠানের পর শুরু হবে আইপিএল ২০২৫ (IPL)। মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। সকাল থেকে বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ নিয়ে দুশ্চিন্তা আছে তবে বেলা যত এগিয়েছে তত আশা বাড়ছে। এদিকে নাইট শিবিরকে চাঙ্গা করতে চলে এসেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এক ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে অধিনায়ক অজিঙ্ক্য রাহানে (Ajinkya Rahane) সহ গোটা দলকে অভিনন্দন জানাচ্ছেন এস আর কে। তিনি বললেন, “আনন্দে থাকো, সুস্থ দেহে থাকো। চন্দু স্যর (চন্দ্রকান্ত পণ্ডিত), দলটার দেখভাল করার জন্য ধন্যবাদ। নতুন সদস্যদের স্বাগত। অজিঙ্ক্য, আমাদের দলে আসার জন্য, অধিনায়ক হওয়ার জন্য ধন্যবাদ। আশা করি এই দলটা তোমার বাড়ির মতো হয়ে উঠবে এবং তুমি আমাদের হয়ে ভালো খেলবে।” কিং খানের কথায় রাহানের মুখে একগাল হাসি। হাসিমুখে দেখা গেল রিঙ্কু সিং, রামনদীপ সিংদের।

আরও পড়ুন: ইডেন চত্বরে ত্রি-স্তরীয় নিরাপত্তা, মোতায়েন ৩০০০ পুলিশ  

 

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

প্রসঙ্গত, শনিবার সন্ধে ৭.৩০টায় উদ্বোধনী ম্যাচ শুরুর আগে সন্ধে ৬.২০ থেকে শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। গান গাইবেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল, র‍্যাপার সিঙ্গার করণ আউজলা। নাচের অনুষ্ঠান রয়েছে বলিউড অভিনেত্রী দিশা পাটানির। অনুষ্ঠান শুরু হবে শাহরুখ খানের একক সংলাপ দিয়ে। মঞ্চে দুই দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ডেকে নেবেন বিসিসিআই আধিকারিকদের। এরপর আছে কেক কাটা, বেলুন ওড়ানো, ড্রোন শো এবং সবশেষে আতশবাজির প্রদর্শনী। এসব মিটলে শুরু হবে ম্যাচ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News