কলকাতা: এবারের আইপিএল (IPL 2024) দুঃস্বপ্নের মতো গিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। অধিনায়ক হিসেবে যেমন সমালোচিত হয়েছেন, তেমনি তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো হয়নি। বল হাতে তাও কিছুটা সফল তিনি, কিন্তু ব্যাটে একেবারে খরা চলেছে। কিন্তু তা সত্ত্বেও আইসিসি টি২০ ক্রমতালিকায় (ICC T20 Ranking) অলরাউন্ডারদের মধ্যে সাত নম্বরে আছেন হার্দিক। অন্যদিকে এক নম্বর ব্যাটারের জায়গা ধরে রেখেছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)।
চোটের জন্য আইপিএলের শুরুর দিকে খেলেননি ‘স্কাই’। ফিরে আসার পর প্রথম দিকের কয়েকটি ম্যাচ রান পাচ্ছিলেন না। এরপর ধীরে ধীরে ফর্মে ফেরেন তিনি, এবং স্বমূর্তি ধারণ করেন। এমনকী বিস্ফোরক শতরানও করেছেন একটি। কলকাতা নাইট রাইডার্সে (KKR) হয়ে দুর্দান্ত ব্যাটিং করা ইংলিশ ব্যাটার ফিল সল্ট (Phil Salt) রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান।
আরও পড়ুন: সুনীলের অবসরের কথা আগেই জানতেন বিরাট!
ব্যাটারদের তালিকায় প্রথম দশে আর একজন ভারতীয় হিসেবে ঠাঁই পেয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অলরাউন্ডারদের তালিকায় এতদিন এককভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। আইসিসির নতুন লিস্টে তাঁর জায়গায় ভাগ বসালেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা। তিন থেকে পাঁচে যথাক্রমে মহম্মদ নবি, সিকন্দর রাজা এবং এইডেন মার্করাম।
টি২০ বোলারদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ। দুইয়ে হাসারঙ্গা এবং তিনে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। ভারতের বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel) চার নম্বর স্থান অধিকার করেছেন। অক্ষর ছাড়া আর একজন বোলার প্রথম দশে আছেন, তিনি রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। কিন্তু আসন্ন টি২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর।
দেখুন অন্য খবর: