skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যমমতা, অভিষেককে খুনের হুমকি দিয়ে পোস্টার
Uluberia

মমতা, অভিষেককে খুনের হুমকি দিয়ে পোস্টার

সবুজ কালিতে লেখা পোস্টার নিয়ে তদন্ত শুরু পুলিশের, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

Follow Us :

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল হাওড়ার উলুবেড়িয়ায় (Uluberia)। কে বা কারা ওই পোস্টার লাগাল, পুলিশ তা জানার চেষ্টা করছে।

উলুবেড়িয়ায় মনসাতলায় ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া সার্ভিস রোডের ধারে একটি ইটের পাঁজায় সবুজ কালি দিয়ে লেখা পোস্টারটি পুলিশ তুলে নিয়ে যায়। শুক্রবার সকালে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা প্রথম সেটি দেখে পুলিশে খবর দেন।

আরও পড়ুন: রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

পুলিশ জানায়, পোস্টারে লেখা ছিল, মমতা এবং অভিষেককে গাড়ির ধাক্কা মেরে খুন করা হবে। হাওড়া গ্রামীণ তৃণমূলের কোঅর্ডিনেটর সমীর পাঁজা বলেন, বিজেপি পার্টি অফিসের কাছেই ওই পোস্টারটি দেখা গিয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে, কারা পোস্টার মেরেছে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি রমেশ সাধুখাঁ বলেন, বিজেপির এটা সংস্কৃতি নয়। হাওড়ায় তৃণমূলের একাধিক গোষ্ঠী রয়েছে। খোঁজ নিয়ে দেখুন, কোন গোষ্ঠী এই কাজ করেছে। বিজেপি নেতা বলেন, পুলিশের তদন্ত করে দেখা উচিত, কারা এই পোস্টার লাগিয়েছে। জেলা পুলিশ অবশ্য বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে। এক পুলিশকর্তা বলেন, আমরা তদন্ত চালাচ্ছি।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular