কলকাতা: অবশেষে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আসতে চলেছে বিশ্বকাপ। আগামী ২৮ অক্টোবর কলকাতার ঐতিহ্যশালী মাঠে প্রথম ম্যাচ। সে ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। এরপর ৩১ তারিখে আছে বাংলাদেশ বনাম পাকিস্তান। ১১ নভেম্বর ক্রিকেটের নন্দন কাননে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। তবে সব নজর রয়েছে ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দ্বৈরথের দিকে। নজর থাকবে সেদিনের পিচের দিকেও।
বিশ্বকাপে এখনও পর্যন্ত দু’-একটা ম্যাচ বাদ দিলে চোখে পড়েছে পাটা উইকেট। ৩৫০-৪০০ রান উঠছে প্রায় প্রতিদিনিই। ইডেনেও কি তেমন হবে? ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee) তা নিয়ে কথা বললেন কলকাতা টিভির সঙ্গে। তিনি বলছেন, একপেশে নয়, উইকেট হতে চলেছে স্পোর্টিং। অর্থাৎ ব্যাটার এবং বোলার, দুই তরফের জন্যই কিছু না কিছু থাকছে।
আরও পড়ুন: নতুন সাজে সেজে তৈরি ইডেন, সাক্ষী কলকাতা টিভি
এছাড়াও আর কী বললেন সুজন? জানতে দেখে নিন কলকাতা টিভির এই এক্সক্লুসিভ ভিডিও।