Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsনতুন সাজে সেজে তৈরি ইডেন, সাক্ষী কলকাতা টিভি

নতুন সাজে সেজে তৈরি ইডেন, সাক্ষী কলকাতা টিভি

Follow Us :

কলকাতা: বিশ্বকাপ (Cricket World Cup 2023) শুরু হয়েছে সেই ৫ অক্টোবর। কিন্তু এতদিন ধরে ভারতের উত্তর, দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে খেলা চলছে। এবার বিশ্বকাপ জ্বরে সংক্রামিত হবে পূর্বও। আগামী ২৮ অক্টোবর কলকাতার ঐতিহ্যশালী ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বিশ্বকাপের প্রথম ম্যাচ। সে ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। এরপর ৩১ তারিখে আছে বাংলাদেশ বনাম পাকিস্তান। ১১ নভেম্বর ক্রিকেটের নন্দন কাননে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। তবে সব নজর রয়েছে ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দ্বৈরথের দিকে।

ইডেনেই খেলা হবে একটা সেমিফাইনাল। এই মোট পাঁচটা খেলা আয়োজন করতে একেবারে প্রস্তুত সিএবি। ইডেনের মাঠ নিয়ে তো কোনওদিনই সমস্যা ছিল না। আইপিএলে (IPL 2023) সেরা মাঠের তকমাও পেয়েছে। বিশ্বকাপের জন্য নতুন করে বানানো হল ক্রিকেটারদের ড্রেসিং রুম। কী নেই সেই ড্রেসিং রুমে। রিল্যাক্সেশনের যতখানি আধুনিক ব্যবস্থা হতে পারে তার সবই করা হয়েছে। দোতলার কনফারেন্স রুমকে আর্কাইভ বানানো হয়েছে।

আরও পড়ুন: এবারের ন্যাশনাল গেমসে সংযোজিত ছ’টি নতুন খেলা

স্বয়ং সিএবি (CAB) প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehashis Ganguly) কলকাতা টিভিকে (Kolkata TV) নতুন ড্রেসিংরুম ও আর্কাইভ ঘুরে দেখিয়েছেন। দেখুন তার এক্সক্লুসিভ ভিডিও।

RELATED ARTICLES

Most Popular