Tuesday, August 5, 2025
HomeBig newsএবার কেন্দ্রের দেওয়া সম্মান ফেরত দিলেন বিনেশ ফোগট  

এবার কেন্দ্রের দেওয়া সম্মান ফেরত দিলেন বিনেশ ফোগট  

এ মাসেই পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন দেশের আর এক তারকা কুস্তিগির বজরং পুনিয়া

Follow Us :

নয়াদিল্লি: এবার কেন্দ্রীয় সরকারের পুরস্কার ফিরিয়ে দিলেন বিনেশ ফোগট (Vinesh Phogat)। শনিবার (৩০ ডিসেম্বর) অর্জুন পুরস্কার (Arjuna Award), মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার (Major Dhyan Chand Khel Ratna) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে কর্তব্য পথের ফুটপাথে রেখে গেলেন তিনি। এই সম্মান যে তিনি ফিরিয়ে দিতে চলেছেন তা দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) এক খোলা চিঠিতে জানিয়ে দেন দেশের তারকা কুস্তিগির।

সেই চিঠিতে বিনেশ লিখেছিলেন, “আমাকে মেজর ধ্যান চাঁদ খেলরত্ন এবং অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু আমার জীবনে সে সবের আর কোনও অর্থ নেই। প্রত্যেক নারী সম্মান নিয়ে বাঁচতে চায়। সেই কারণেই প্রধানমন্ত্রী, আমি মেজর ধ্যান চাঁদ খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিতে চাই, যাতে সম্মানের সঙ্গে বাঁচার পথে এই পুরস্কার আমাদের কাছে বোঝা হয়ে না দাঁড়ায়।”

আরও পড়ুন: ২০২৩ কেমন গেল কোহলির, জেনে নিন পরিসংখ্যান

 

প্রসঙ্গত, এ মাসেই পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন দেশের আর এক তারকা কুস্তিগির বজরং পুনিয়া (Bajrang Punia)। প্রতিবাদ হিসেবে তিনিও কর্তব্য পথের ফুটপাথে পুরস্কার রেখে আসেন। আর এক তারকা সাক্ষী মালিক (Sakshi Malik) প্রতিবাদে কুস্তি থেকে অবসর নিয়ে নেন।

এই সমস্ত ঘটনার সূত্রপাত ভারতের কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচন থেকে। মহিলা কুস্তিগিরদের শারীরিক হেনস্থায় অভিযুক্ত প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং (Sanjay Singh) নয়া সভাপতি নির্বাচিত হন। এমনকী ব্রিজভূষণের ব্যবসায়ে সহযোগী এই সঞ্জয়। সঞ্জয় যে পরবর্তী সভাপতি হবেন তা আগেই বলে দিয়েছিলেন ব্রিজভূষণ। নতুন সভাপতি নির্বাচিত হতেই ক্ষোভে ফেটে পড়েন আন্তর্জাতিক মঞ্চে ভারতকে সম্মান এনে দেওয়া কুস্তিগিররা। ফলস্বরূপ কেউ খেলা ছেড়ে দিলেন, কেউ ফেরত দিলেন সরকারি সম্মান।

 

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39