Placeholder canvas

Placeholder canvas
HomeScroll২০২৩ কেমন গেল কোহলির, জেনে নিন পরিসংখ্যান

২০২৩ কেমন গেল কোহলির, জেনে নিন পরিসংখ্যান

Follow Us :

কলকাতা: ২০২০ সালে ব্যাটে খরা এসেছিল বিরাট কোহলির (Virat Kohli)। সেই খরা কাটে ২০২২-এ, সে বছরটা মাঝারি মানের গিয়েছিল তাঁর। ২০২৩ শেষ হল বলে, এই বছরটা ঠিক কেমন গেল তাঁর? আসন একটু পরিসংখ্যান দিয়ে দেখে নেওয়া যাক।

এ বছর ৫০ ওভারের ফর্ম্যাটে ফের রাজত্ব করেছেন ‘কিং কোহলি’। শুভমন গিলের (Shubman Gill) পরে এ বছর তিনিই সবথেকে বেশি রান করেছেন। ২৯টি ইনিংসে ১৫৮৪ রান করেছেন গিল। তাঁর থেকে পাঁচটি ইনিংস কম খেলে কোহলি করেছেন ১৩৭৭। গড় ৭২.৪৭ এবং স্ট্রাইক রেট অনবদ্য ৯৯.১৩। এ বছর ছ’টি ওডিআই শতরান এবং আটটি অর্ধশতরান করেছেন তিনি।

আরও পড়ুন: রোজ ইঞ্জেকশন, যন্ত্রণা নিয়েই বিশ্বকাপ মাতান শামি!  

১৩৭৭ রানের মধ্যে ৪৮৩ এসেছে রান তাড়া করার সময়, সেক্ষেত্রে তাঁর গড় ৬০.৩৭ এবং সেঞ্চুরি একটি। বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে রান তাড়া করতে গিয়ে যথাক্রমে ৯৫ এবং ৮৫ করেছেন কোহলি। প্রথমে ব্যাট করে ১৪ ম্যাচে ৮৯৪ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক, গড় ৮১.২৭। বিশেষভাবে উল্লেখ্য, প্রথমে ব্যাট করে যে যে ম্যাচে পাঁচটি সেঞ্চুরি ছিল, সেই সবক’টি ম্যাচই ভারত জিতেছে।

 

টি২০ বিশ্বকাপের নক আউটে কোহলির যেমন ব্যাট চলে, ওডিআই বিশ্বকাপে তেমন চলে না, এমন একটা অভিযোগ ছিল। ২০১১-র বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ ৩৫ করলেও ২০১৫ এবং ২০১৯ সেমিফাইনালে দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ২০২৩ বিশ্বকাপে সব সুদে-আসলে পুষিয়ে দিয়েছেন কোহলি। শক্ত গাঁট নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১১৩ বলে ১১৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন। ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) জঘন্য পিচেও হাফ-সেঞ্চুরি ছিল তাঁর।

 

এ তো গেল ওয়ান ডে-র কথা, অন্যান্য ফর্ম্যাটে ২০২৩ কেমন গেল কোহলির? এ বছর আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেননি, তাই তা বিচার্য নয়। টেস্ট খেলেছেন আটটি এবং তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো। বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে ৩৬৪ বলে ১৮৬ রান করেন যা ছিল ২০১৯ সালের পর লাল বলের খেলায় তাঁর প্রথম শতরান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও এ বছর একটি টেস্ট সেঞ্চুরি আছে কোহলির। ওভালের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) ৪৯ করেন তিনি। বছরের একেবারে শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লড়াকু ৭৬ করেন। সবমিলিয়ে এ বছর টেস্টে ৫৫.৯১ গড়ে ৬৭১ রান করেছেন বিরাট কোহলি।

RELATED ARTICLES

Most Popular