ওয়েব ডেস্ক: এর থেকে ভালো চিত্রনাট্য আর হতে পারে না। আইসিসি ইভেন্টের ম্যাচ, পাকিস্তানের বিরুদ্ধে, সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। টি২০ বিশ্বকাপে অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন। আজকের এই শতরানও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দুবাইয়ের মন্থর, ব্যাটিং সহায়ক নয় এমন পিচে ব্যাটিং মাস্টারক্লাস দিলেন কোহলি।
আরও পড়ুন: বিরাটের হাতে ক্যাচে শেষ উইকেট, ২৪১ রানে অল আউট পাকিস্তান
টসে জিতে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ানের ব্যাট করার সিদ্ধান্তে কোনও ভুল নেই। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪১ রানে আটকে যায় সবুজ ব্রিগেড। এ পিচে ২৭০-২৮০ জেতার মতো রান কিন্তু ২৫০-র কম যাকে বলে ‘বিলো পার’। আর প্রতিপক্ষ দলে যদি বিরাট কোহলি নামে কেউ থাকে তাহলে আরও সমস্যা।
রোহিত শর্মা দ্রুত ফিরে যাওয়ার পর ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শুভমান গিল। তিনি ফর্মে থাকা ব্যাটার, কিন্তু ৪৬ রানে আউট হয়ে গেলেন। কোহলিকে অনবদ্য সঙ্গত করলেন শ্রেয়স আইয়ার। তাঁর ৫৬ রানের ইনিংস অত্যন্ত দামি, যে কথা ম্যাচের পরে বলে গেলেন কোহলি।
১১১ বলে কোহলির অপরাজিত ১০০ রানের ইনিংস বুঝিয়ে দিল, এখনও অবসর নেওয়ার সময় আসেনি। আরও বেশ কিছুদিন ১৮ নম্বর জার্সিধারী মানুষটা মাঠ কাঁপাবেন। বড় ম্যাচে পারফর্ম করতে হলে সেই তিনিই ভরসা।
দেখুন অন্য খবর