কলকাতা: শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনে সপ্তম তথা অন্তিম দফার ভোটগ্রহণ (7th Phase Lok Sabha Election 2024)। এই দফায় দেশের সাত রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ হল। রিপোর্ট অনুযায়ী, এবারেও ২০১৯ লোকসভা নির্বাচনের (Lok Sabha Poll 2024) তুলনায় কম ভোট পড়ল। গতবার যেখানে ভোট পড়েছিল ৬৫.২৯ শতাংশ, সেখানে এবার বিকেল পাঁচটা পর্যন্ত ৫৮.৩৪ শতাংশ ভোট পড়েছে।
কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, সপ্তম দফার ভোটদানের হারে ফের এগিয়ে বাংলা। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ৬৯.৮৯ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবং সবথেকে কম ভোট পড়েছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে।
আরও পড়ুন: শেষ দফার ভোটে ভাঙড় রইল ভাঙড়ে
কমিশনের রিপোর্ট অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে:
- দমদম লোকসভা কেন্দ্রে: ৬৭.৬০ শতাংশ।
- বারাসাত লোকসভা কেন্দ্রে: ৭১.৮০ শতাংশ।
- বসিরহাট লোকসভা কেন্দ্রে: ৭৬.৫৬ শতাংশ।
- জয়নগর লোকসভা কেন্দ্রে: ৭৩.৪৪ শতাংশ।
- মথুরাপুর লোকসভা কেন্দ্রে: ৭৪.১৩ শতাংশ।
- ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে: ৭২.৮৭ শতাংশ।
- যাদবপুর লোকসভা কেন্দ্রে: ৭০.৪১ শতাংশ।
- কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে: ৬০.৮৮ শতাংশ।
- কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে: ৫৯.২৩ শতাংশ।
দেশের পরিপ্রেক্ষিতে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৮.৩৪ শতাংশ। কমিশনের রিপোর্ট অনুযায়ী:
- বিহার: ৪৮.৮৬ শতাংশ
- চণ্ডীগড়: ৬২.৮০ শতাংশ
- ওড়িশা: ৬২.৪৬ শতাংশ
- পঞ্জাব: ৫৫.২০ শতাংশ
- উত্তর প্রদেশ: ৫৪.০০ শতাংশ
- পশ্চিমবঙ্গ: ৬৯.৮৯ শতাংশ
- হিমাচল প্রদেশ: ৬৬.৫৬ শতাংশ
- ঝাড়খণ্ড: ৬৭.৯৫ শতাংশ
দেখুন বিস্তারিত