ঘাটাল: যেমন হুঁশিয়ারি তেমন কাজ। গ্রেফতার হওয়া বিজেপি কর্মীকে না ছাড়লে এলাকায় তৃণমুলকে ভোট দিতে দেবে না। ৩৯ নম্বর বুথে গিয়ে বিজেপি বিধায়কের এহেন হুমকির পরেই পাশের ৪০ নম্বর বুথে তৃণমূল বিজেপি বচসা-ধস্তাধস্তি।
ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট কেন্দ্রের সামনে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেয়। শনিবার ঘটনাটি ঘটেছে ঘাটাল ব্লকের ৪০ নম্বর বুথের যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের বাইরে। জানা গিয়েছে, বুথের বাইরে ১০০ মিটারের মধ্যে দাঁড়িয়ে ছিলেন তৃণমূলের বেশকয়েকজন। আচমকাই বিজেপি কর্মীরা হাজির হয়ে তাঁদের সরাতে গেলে উভয়পক্ষের মধ্যে বচসা সুরু হয়ে যায়। রীতিমতো বুথের বাইরে দুই পক্ষের উত্তেজনা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই পরিস্থিতি সামাল দিতে বুথের ভিতরে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেরিয়ে আসে। উভয়পক্ষকে এলাকা থেকে হটিয়ে দেয়। ঘটনায় উভয়পক্ষ উভয়ের বিরুদ্ধেই অভিযোগ পাল্টা অভিযোগ তুলেছে।
আরও পড়ুন: ভোটের দিনই ঝাড়গ্রামে উদ্ধার দেহ
তবে এই ঘটনার সঙ্গে বিজেপি বিধায়ক পাশের ৩৯ নম্বর বুথে গিয়ে দলীয় কর্মীকে গ্রেফতার নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে আসেন। যতক্ষণ না বিজেপি কর্মীকে পুলিশ ছাড়ছে ততক্ষণ তৃণমুলকে ভোট দিতে না দেওয়া হবে না। আর এই হুঁশিয়ারির কিছু পরেই বিধায়ক এলাকা ছাড়তেই পাশের ৪০ নম্বর বুথে ফের তৃণমূল-বিজেপি বচসা শুরু হয়ে যায়।
দেখুন আরও অন্যান্য খবর: