ঝাড়গ্রাম: ভোটের দিনই ঝাড়গ্রামে উদ্ধার দেহ। মহিষাদলের পর ঝাড়গ্রাম। ভোটের দিনই আরও এক মৃত্যুর ঘটনা। শনিবার সকালে ষষ্ঠ দফা ভোট শুরু হওয়ার আগে উদ্ধার হল যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত লালগড় থানার বেলাটিকরি গ্রাম পঞ্চায়েতের কুরকুট সোল এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম উত্তম মাহাত।
এদিকে ঝাড়গ্রামের ঘটনায় রাজনৈতিক সংঘাতের কোনও সম্পর্ক নেই বলে জানাল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এদিন নির্বাচনের কিছুক্ষণ আগে ঝাড়গ্রামে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তড়িঘড়ি সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেই রিপোর্ট এসে পৌঁছয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।
আরও পড়ুন: দলীয় কর্মীকে না ছাড়লে ভোট নয়, হুঁশিয়ারি বিজেপি নেতার
রিপোর্ট অনুযায়ী, মৃতের নাম উত্তম মাহাত। বাড়ি লালগড় থানার বেলাটিকরী অঞ্চলের কুরকুট শোলে। উত্তমের সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক ছিল না। পেশায় তিনি একজন গাড়ি চালক। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেন। সেখানেই খুন হন তিনি। আজ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মদের আসরে খুন প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতদেহের পাশে মদের বোতল পড়েছিল, রিপোর্টে জানানো হয়েছে সিইওকে। এছাড়াও, কমিশনের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে উত্তমের দাদা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই।
দেখুন আরও অন্যান্য খবর: