Sunday, August 17, 2025
Homeরাজ্যরাজ্যে বেড়ে চলেছে হিংসার পরিস্থিতি, কমিশনকে জানাবেন বোস
CV Anand Bose

রাজ্যে বেড়ে চলেছে হিংসার পরিস্থিতি, কমিশনকে জানাবেন বোস

বিশ্ববিদ্যালয়ে ঢুকতে রাজ্যপাল দেখানো হল কালো পতাকা

Follow Us :

আসানসোল: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) ঘোষণার পর রাজ্যে হিংসার ঘটনা বাড়তে থাকায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। দুর্গাপুরে অন্ডাল বিমান বন্দরে নেমে রাজ্যপাল বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে তিনি বিশেষ ভূমিকা পালন করবেন। বুধবার আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অন্ডালের বিমান বন্দরে নেমে হিংসা নিয়ে চিন্তা প্রকাশ করেন তিনি। বোস বললেন, যেভাবে ভোট ঘোষণা হওয়া মাত্রই রাজ্যের হিংসা পরিস্থিতি বাড়ছে, সেই রিপোর্ট তিনি নির্বাচন কমিশনকে (Election Commission) পাঠিয়ে দিয়েছেন, হিংসার লিখিত অভিযোগের সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে বিশ্ববিদ্যালয়ে ছোকার মুখে কালো পতাকা দেখানো হল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে (Kazi Najrul University)।

আরও পড়ুন: ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই

একজন রাজ্যপালের ভূমিকা যা হওয়া উচিত সেই ভূমিকাই তিনি পালন করবেন বলে জানান রাজ্যপাল। একই সঙ্গে তিনি রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট এর প্রয়াণে শোক প্রকাশ করেন। বুধবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নামার পর রাজ্যপালকে অভিবাদন জানানো হয়, এরপর রাজ্যপাল রওনা দেন আসানসোলের উদ্দেশ্যে । নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দর চত্বরে। ইউনিভার্সিটির বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। অন্যদিকে ইউনিভার্সিটি ঢোকার মুখেই ১৯ নম্বর জাতীয় সড়কের ধারেই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা রাজ্যপালকে ঘিরে গোব্যাক স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই এই কালো পতাকা দেখলেন রাজ্যপাল বোস। ঘটনায় উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে।

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। এদিন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দক্ষিণ ধাদকা মোডের সামনে
কালো পতাকা দেখানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বিক্ষোভ কারীরা জানান, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে এই অনুষ্ঠানের জন্য কোনও অনুমোদন দেওয়া হয়নি। তাও জোর করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়াও এই রাজ্যপাল নিজের পছন্দ মত উপাচার্যকে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে গঠন করেছেন। আজ রাজ্যপাল আসছে বলে বিশ্ববিদ্যালয় যত জায়গায় মুখ্যমন্ত্রীর নামের ফলক রয়েছে তা ঢেকে ফেলা হয়েছে।তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ বিরোধীতা করা হচ্ছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23