Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024আজ ব্যক্তিগত মাইলস্টোনের হাতছানি রোহিত-বুমরার
SRH vs MI

আজ ব্যক্তিগত মাইলস্টোনের হাতছানি রোহিত-বুমরার

চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট নেন ভারতীয় পেসার

Follow Us :

হায়দরাবাদ: আজ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে (Rajiv Gandhi Stadium) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। দুই দলই প্রথম ম্যাচ হেরে গিয়েছে, ফলে পয়েন্ট টেবিলে খাতা খোলার জন্য দুই দলই মরিয়া। আরও এক কারণে আজকের ম্যাচ স্পেশ্যাল, তা হল রেকর্ড। তিন ভারতীয় ক্রিকেটারের জন্য বুধবারের ম্যাচ মাইলস্টোন হতে পারে।

রোহিত শর্মা: ভারত অধিনায়ককে নিয়ে এই আইপিএলে শোরগোলের অভাব নেই। তাঁর প্রতি মুম্বইয়ের নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। রোহিতের (Rohit Sharma) অবশ্য এসব নিয়ে মাথাব্যথা নেই। টি২০ ক্রিকেটে ১০০৭টি চার এবং ৪৮৮টি ছয় মেরেছেন তিনি, অর্থাৎ মোট বাউন্ডারির সংখ্যা ১৪৯৫। এদিন চার-ছয় মিলিয়ে আর পাঁচটি বাউন্ডারি মারতে পারলেই প্রথম ভারতীয় হিসেবে টি২০ ক্রিকেটে ১৫০০ বাউন্ডারি পূর্ণ হবে রোহিতের। তাঁর আগে এই কীর্তি আর পাঁচজনের আছে।

আরও পড়ুন: লজ্জার হার রোনাল্ডোদের, শেষ মুহূর্তে ড্র করল ইংল্যান্ড

জসপ্রীত বুমরা: মাইলস্টোনের হাতছানি রয়েছে বুমরারও (Jasprit Bumrah)। গুজরাতের বিরুদ্ধে মুম্বই হারলেও তিনি স্বমেজাজেই ছিলেন। চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট নেন ভারতীয় পেসার। আইপিএলে তাঁর মোট উইকেট সংখ্যা ১৪৮। বুধবার আর দুই শিকার করতে পারলেই ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসেবে আইপিএলে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন বুমরা। পেসার হিসেবে উইকেট সংখ্যায় তাঁর থেকে এগিয়ে ডোয়েন ব্রাভো (১৮৩), লাসিথ মালিঙ্গা (১৭০) এবং ভুবনেশ্বর কুমার (১৭০*)।

টি নটরাজন: কেকেআরের বিরুদ্ধে সানরাইজার্সের সেরা বোলার ছিলেন নটরাজন (T Natarajan)। ৩২ রানে ৩ উইকেট নেওয়ার পথে আউট করেন শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকে (Rinku Singh)। কমলা জার্সিতে তাঁর ৪৯তম শিকার হয়ে গিয়েছে। আজ বড় সুযোগ ৫০ উইকেটের মাইলস্টোন ছোঁওয়ার।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular