কলকাতা: বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম আনা (Anwarul Azim Anar)-কে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে গ্রেফতার করার পরই রবিবার সকালে বাগজেলা খাল এলাকায় নিয়ে গিয়ে তল্লাশি করে সিআইডির বিশেষ তদন্তকারী আধিকারিকরা। ডিএমজির সদস্যদের নিয়ে এদিন সিআইডির তদন্তকারী সদস্যরা বাগজেলা খালের কৃষ্ণমাটি এলাকায় যায়। এলাকা সনাক্তকরণের পরেই ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়।
সংসদ খুনের ঘটনায় (Bangladesh Mp Murder Case) ইতিমধ্যে মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দফায় দফায় একাধিকবার ভাঙড়ের এই বাগজোলা খাল এলাকায় তাদেরকে নিয়ে এসে তল্লাশি চালালেও বাগজোলা খাল থেকে সংসদের কোনও দেহাংশ পাওয়া যায়নি। রবিবার বাগজেলা খাল এলাকায় সিয়ামকে এনে তল্লাশির পরেই সিআইডির (CID) তদন্তকারীরা একটি হাড় উদ্ধার করতে পেরেছে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: ২০১৯ -এ আই প্যাক, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না, মন্তব্য শুভেন্দুর
উল্লেখ্য, সাংসদ খুনের পর দেহ ও তথ্যপ্রমাণ লোপাটের ঘটনায় সিয়াম হোসেন যুক্ত ছিল বলেই সিআইডি সূত্রে খবর। এর আগে সিআইডির হাতে গ্রেফতার হয়েছিল কসাই জাহিদ হাওলাদার। তাকে বারংবার জিজ্ঞাসা করেই গ্রেফতার করা হয় এই সিয়ামকে। মনে করা হচ্ছে খুন করে সীমান্ত এলাকা বনগাঁয় আত্মগোপন করেছিল অভিযুক্ত। সুযোগ বুঝেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল তার।
৩৩ বছর বয়সী সিয়াম বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় কী ভাবে যুক্ত, কী ভূমিকা ছিল তার, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইছে তদন্তকারীরা। গ্রেফতার করার পর অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে পেশ করে ১৪ দিনের হেফাজত চায় সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। অভিযুক্ত সিয়ামের বিরুদ্ধে আইপিসি-র ৩৬৪, ২০১, ৩০২ ও ৩৪ ধারা দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
দেখুন বিস্তারিত খবর