নন্দীগ্রাম: তৃণমূল ৪০ লক্ষ ছাপ্পা মেরে রাজ্যে এই ফল করেছে। লোকসভায় রাজ্যে বিজেপির ফলাফল নিয়ে নন্দীগ্রামে (Nandigram) মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। নন্দীগ্রামের সোনাচূড়ায় লোকসভা ভোটের আগেই বিজেপির তৃণমূল সংঘর্ষ ঘিরে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। মৃত কর্মীর নাম রথিবালা আড়ি। শনিবার নন্দীগ্রামের মৃত বিজেপি কর্মীর বাড়িতে যান হন বিরোধী দলনেতা। এখনও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তৃণমূল ভোটে ছাপ্পা মেরে জিতেছে। এর মধ্যে ডায়মন্ড হারবারেই ১০ লক্ষ ছাপ্পা মেরেছে, মন্তব্য শুভেন্দুর।
২০১৯ সালের লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসন ছিল বিজেপির। এবার সেখান থেকে কমে হয়েছে ১২। এবার বঙ্গে বিজেপি ধরাশায়ী। নির্বাচনের প্রচারে রাজ্যে এসে মোদি-শাহ হুঙ্কার ছেড়ে ছিলেন এবার ৪০০ পার। কিন্ত ফল প্রকাশের পর দেখা গেল বিজেপি একক ভাবে ২৪০ পার করতে পারেনি। এ নিয়ে বেসুর বাজছে সৌমিত্র খাঁ থেকে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। মুখ খুলেছেন বঙ্গ নেতাদের সিদ্ধান্তের বিরুদ্ধে। কেন আসন কমল বিজেপির? তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে কাঁটাছেড়া চলছে। এসবের মধ্যেই এবার মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, যারা এখন কথা বলছেন। পোস্ট করছেন, জ্ঞান দিচ্ছেন। তাঁরা মনে হয় অতীতটা জানেন না। ২০১৯ সালে আই প্যাক, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না।
আরও পড়ুন: রাজ্য থেকে লোকসভায় জয়ী সাংসদদের মধ্যে কোটিপতির ছড়াছড়ি
তিনি আরও বলেন, তৃণমূল ছাপা দিয়েছে। ৫৭টা মামলা করেছে। পোলিং এজেন্টদের ঘর ছাড়া করেছে, ১৬ জন আইপিএস পাঠিয়েছে, তারপর ও 8000 ভোটে হেরেছে , পুলিশি অত্যাচার না হলে 20 হাজার ভোটে হারত। যারা বিজেপি কর্মীর মৃত্যুর মূল আসামি তাদের কাউকে গ্রেফতার করা হাইনি। ১ জনকে গ্রেফতার করেছে,তার নাম এফআইয়ার এ নেই ,আর একজনকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে ভোট পরবর্তী হিংসা নিয়ে বলেন এই কাজ তৃণমূলের,বিজেপি পেয়েছে দুই কোটি পঁয়ত্রিশ লাখ ,তৃণমূল পেয়েছে দু কোটি সত্তর লাখ। চল্লিশ লক্ষ ব্যবধান ,আর এই ৪০ লক্ষ্যই ছাপ্পা ভোট আছে,১০ লক্ষ ছাপ্পা আছে ডায়মন্ড হারবার এ কেশপুরে ছাপ্পা মেরেছে 1লক্ষ 30 হাজার ভোট। হিংসা মামলায় দেখবেন সংখ্যালঘু নেতারা যুক্ত ,এদের ব্যবহার করছে তৃণমূল। শুভেন্দু অধিকারী এদের পাশে থাকবে।
অন্য খবর দেখুন
