Tuesday, August 5, 2025
HomeScrollআসানসোলে পুকুর ভরাট করে আরএসএসের অফিস, মুখ্যমন্ত্রীর ধমকে তৎপর প্রশাসন
Asansol

আসানসোলে পুকুর ভরাট করে আরএসএসের অফিস, মুখ্যমন্ত্রীর ধমকে তৎপর প্রশাসন

কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, নবান্নের বৈঠকে জানতে চাইলেন মমতা

Follow Us :

আসানসোল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলার পরই নড়েচড়ে বসল আসানসোল প্রশাসন। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আসানসোলে একটি রাজনৈতিক দল পুকুর ভরাট করে একটি চারতলা বাড়ি তৈরি করেছে। ওই বাড়িতে আরএসএসের সংগঠনের কাজ হয়। এরপরই নড়েচড়ে বসে আসানসোল পুরনিগম থেকে বিএলআরও দফতর। আসানসোল উত্তর থানার ধাদকা অঞ্চলে ওই আরএসএসের কার্যালয় পৌঁছে বাড়ির প্ল্যান, নকশা ,মিউটেশন জমির দলিল থেকে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা।

অবৈধভাবে জমি কেনা বেচা কাণ্ডে আরও দুই পান্ডাকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর হুইপের পর উত্তরবঙ্গে গা-ঝারা দিয়ে উঠেছে পুলিশ প্রশাসন। গত বুধবার থেকে একাধিক জায়গায় একাধিক জমি মাফিয়া বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ফুলবাড়ির জমির অবৈধ কারবারের মূল কান্ডারি দেবাশীষ প্রামাণিক। বিগত দু-তিন দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই বৈঠকে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় জমি মাফিয়াদের চক্র গড়ে উঠেছে বলে ক্ষোভপ্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী সমস্ত কিছু দ্রুত ক্ষতিয়ে দেখার নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে। তারপরই শুরু হয় পুলিশের অভিযান ও জমি মাফিয়াদের ধরপাকর।

আরও পড়ুন: ১ মাস উচ্ছেদ অভিযান নয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেবাশিষ প্রামাণিক গ্রেফতারের পর একই অভিযোগে বুধবার রাতেই এনজেপি থানার অন্তর্গত জলডুমুর এলাকা থেকে গ্রেফতার করা হয় এমডি কালামকে। বারিভাষা থেকে গ্রেফতার করা হয় বিমল রায় নামে অবৈধ জমি কারবারিকে। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন জানাবে এনজেপি থানার পুলিশ।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39