কামারহাটি: কামারহাটিতে সাগরদত্ত হাসপাতালে থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধানের। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চলছে। আমাদের সাগর দত্ত হাসপাতালেও সেই একইভাবে থ্রেট কালচার চলে। বিরুপক্ষ বিশ্বাস আমাদের হাসপাতালের হস্টেলের ঘর দখল করেছিল। আমি ২০২২ সালে আসার পর আমার কাছে অভিযোগ আসে। আমি ২০২২ সালের ১৮ জুলাই পুলিশে অভিযোগ করে তাঁকে গ্রেফতার করাই।
শুধু জুনিয়র চিকিৎসকরাই নয়। আমিও হুমকি শিকার হয়েছি। গতকালের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমি আতঙ্কিত। প্রশাসনের কাছে আমি নিরাপত্তার দাবি জানিয়েছি। সাগর দত্ত হাসপাতালে অনেক দুর্নীতি চলে। স্থানীয় জনপ্রতিনিধিদের মদতেই এই বিরাট চক্র হাসপাতালে চলে। আমি এই দুর্নীতি বন্ধ করেছিলাম বলে আমাকেও হুমকির মুখে পড়তে হয়।
আরও পড়ুন: নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়